Advertisment

Bangladesh Goddess Kali Crown Stolen: বাংলাদেশে ছাড় পেলেন না মা কালীও, মোদীর দেওয়া যশোরেশ্বরীর সোনার মুকুট চুরি

Bangladesh Goddess Kali Crown Stolen: চুরি গেল মোদীর দেওয়া কালীর মুকুট! যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশের চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী মন্দির থেকে মা কালীর মুকুট চুরি হয়েছে বলেই খবর।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh Goddess Kali Crown Stolen:

চুরি গেল মোদীর দেওয়া কালীর মুকুট!

Bangladesh Goddess Kali Crown Stolen: চুরি গেল মোদীর দেওয়া কালীর মুকুট! যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশের চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই  সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী মন্দির থেকে মা কালীর মুকুট চুরি হয়েছে বলেই খবর । দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরে গিয়ে এই মুকুটটি উপহার  দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে চুরির ঘটনা ঘটে। যখন মন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জি নিত্য দিনের পূজা শেষে চলে যান। রিপোর্ট অনুসারে মন্দিরের সাফাইয়ের কাজে যুক্ত কর্মীরা মন্দির সাফাই করতে গিয়ে দেখেন মায়ের মাথার মুকুটটি নেই।

Advertisment

মুসলিম বয়কট! 'সনাতন সবজিওয়ালা' প্রচারে তুঙ্গে বিতর্ক

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাইজুল ইসলাম বলেন, আমরা মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করছি। চুরি করা মুকুটটি রুপো এবং সোনার প্রলেপ দিয়ে তৈরি, যা উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য ধারণ করে। হিন্দু পুরাণ অনুসারে, যশোরেশ্বরী মন্দির ভারত ও প্রতিবেশী দেশ জুড়ে ছড়িয়ে থাকা ৫১ শক্তিপীঠের মধ্যে একটি। প্রধানমন্ত্রী মোদি তার বাংলাদেশ সফরের সময় ২৭ মার্চ, ২০২১-এ যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেছিলেন। সেদিন তিনি দেবীর মাথায় মুকুট পরিয়ে দেন।

বিরাট পদক্ষেপ IMA-র, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে কী আবেদন চিকিৎসক সংগঠনের?

শুক্রবার ভারতীয় দূতাবাস মুকুট চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারকে বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছে। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উদ্বেগ প্রকাশ করে চুরির ঘটনার তদন্ত, মুকুট উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে।"

পুলিশ তদন্ত করছে
মন্দির থেকে মুকুট চুরির পর তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ চোরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। শ্যামনগর থানার আধিকারিক তাইজুল ইসলাম বলেন, আমরা মন্দিরের সিসিটিভি পরীক্ষা করেছি। চোরকে ইতিমধ্যে শনাক্ত করেছি। তার খোঁজে  চলছে জোর তল্লাশি 

modi
Advertisment