Advertisment

Shimla: মুসলিম বয়কট! 'সনাতন সবজিওয়ালা' প্রচারে তুঙ্গে বিতর্ক

Shimla: দেবভূমি সংগ্রাম সমিতির রাজ্য সহ-আহ্বায়ক বিজয় শর্মা জানিয়েছেন যে এই প্রচার অভিযান কমিটি শুরু করেছে। এই প্রচারের উদ্দেশ্য এলাকায় হিন্দু সবজি বিক্রেতাদের হয়ে প্রচার করা।

author-image
IE Bangla Web Desk
New Update
‘Sanatan Sabji Wala’ placards

'সনাতন সবজিওয়ালা' প্রচারে তুঙ্গে বিতর্ক

Himachal Pradesh News: সবজির দোকানে সবজি কিনতে হঠাৎ চোখে পড়ল এক প্ল্যাকার্ড। না তাতে লেখা নেই সবজির দাম, বরং তাতে বড় হরফে লেখা 'সনাতন সবজিওয়ালা'। কেন এমন লেখা?  হিমাচল প্রদেশের সিমলার সানজাউলি এলাকায় নতুন প্রচার শুরু করেছে দেবভূমি সংগ্রাম সমিতি। এখানে হিন্দু দোকানদারদের সবজির দোকানের বাইরে দেবভূমি সংগ্রাম সমিতি একটি বোর্ড লাগাতে বাধ্য করছে। এই বোর্ডেই লেখা আছে 'সনাতন সবজিওয়ালা' । এর উদ্দেশ্য হল স্থানীয় লোকেদের হিন্দু দোকানদারদের কাছ থেকে কেনাকাটা করতে প্ররোচিত করা এবং বহিরাগতদের বয়কট করা এমনটাই জানানো হয়েছে সংগঠনের তরফে।

Advertisment

বিরাট পদক্ষেপ IMA-র, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে কী আবেদন চিকিৎসক সংগঠনের?

দেবভূমি সংগ্রাম সমিতির রাজ্য সহ-আহ্বায়ক বিজয় শর্মা জানিয়েছেন যে এই প্রচার অভিযান কমিটি শুরু করেছে। এই প্রচারের উদ্দেশ্য এলাকায় হিন্দু সবজি বিক্রেতাদের হয়ে প্রচার করা। তিনি বলেছেন সংগঠন জনগণকে বহিরাগতদের কাছ থেকে সবজি না কেনার জন্য এবং স্থানীয় দোকানদারদের হয়ে প্রচার চালানোর এক পদক্ষেপ নিয়েছে।   শর্মা বলেন, "হিমাচল প্রদেশের এই এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নিতে শুরু করেছে। তারা এখানে এসে ব্যবসা করছেন ফলে স্থানীয় ব্যবসায়ীরা 'মার' খাচ্ছেন।

অনশনের জেরে অসুস্থ অনিকেত মাহাতো, ভর্তি করা হল আরজি করের CCU-তে

হিমাচল প্রদেশের রাজধানী সিমলার সানজাউলি মসজিদে বেআইনি নির্মাণ নিয়ে চলমান বিতর্কের মধ্যে দেবভূমি সংগ্রাম সমিতি বাজারে সনাতন সবজির বোর্ড লাগাতে শুরু করেছে। যাকে ঘিরে আবারও জল ঘোলা হতে শুরু করেছে।  দেবভূমি সমিতি সংগ্রাম সমিতি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সবজির দোকানে 'সনাতন সবজিওয়ালা' বোর্ড লাগাচ্ছে। এর পাশাপাশি মানুষকে সেই সকল দোকান থেকে পণ্য কেনার আবেদন করছেন। ফলত বিশেষ সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানানো হচ্ছে সংগঠনের তরফে। সানজাউলি মসজিদে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশের পর দুই সম্প্রদায়ের মধ্যে মীমাংসার বদলে বিষয়টি আবারো জটিল আকার ধারণ করছে। অন্যদিকে জেলা প্রশাসন ও পুলিশ পুরো বিষয়টির দিকে নজর রাখছে। দেবভূমি সংগ্রাম সমিতির কো-অর্ডিনেটর বিজয় শর্মা বলেছেন  'সনাতন সবজিওয়ালা' প্রচারাভিযান রাজ্য জুড়ে চালানো হবে।

Himachal Pradesh
Advertisment