Advertisment

ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে মৃত ৩, প্রবল বর্ষণ তামিলনাড়ুতে

বৃষ্টির সঙ্গে রয়েছে ঝড়ের দাপটও। বর্তমানে ঝড়ের বেগ কমে হয়েছে ঘণ্টায় ৮৫-৯৫ কিমি।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone nivar,নিভার

ছবি: টুইটার।

রাতভর তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় নিভার। সাইক্লোনের তাণ্ডবে কমপক্ষে ৩ জনের মৃত্য়ুর খবর মিলেছে। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ পুদুচেরির কাছে আছড়ে পড়ে ভয়াল ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরি, তামিলনাড়ুতে প্রবল বর্ষণ চলছে। বৃষ্টির সঙ্গে রয়েছে ঝড়ের দাপটও। বর্তমানে ঝড়ের বেগ কমে হয়েছে ঘণ্টায় ৮৫-৯৫ কিমি।

Advertisment

ঘূর্ণিঝড়ের জেরে তামিলনাড়ু ও পুদুচেরির পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবরকম সাহায্য়ের আশ্বাস দিয়েছেন শাহ।

ঝড়ের জেরে আজ রাজ্য়ে ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। শুধুমাত্র অত্য়াবশকীয় পরিষেবা চালু থাকবে। চেন্নাইয়ে ১৪৮৬টি ত্রাণ শিবিরে প্রায় ১.২৫ লক্ষ মানুষকে নিরাপদে সরানো হয়েছে।

আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে সব শহরে রাতে কার্ফু, মাস্ক না পরলেই দ্বিগুণ জরিমানা

চেন্নাইয়ে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। নম্বরগুলি হল- 044 25384530, 044 25384540, এছাড়া ২৪ ঘণ্টা খোলা থাকছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বরটি হল ১৯১৩।

সাইক্লোনের জেরে চেন্নাই বিমানবন্দরে বিমান ওঠানামা সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cyclone
Advertisment