Cyclone Titli: পুজোর মুখে বৃষ্টি হলে শেষমেশ 'তিতলি'-র দাপট থেকে রক্ষা পেল এ রাজ্য। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে মারাত্মক আকার নিয়েছে ঘূর্ণিঝড় তিতলি। সেই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ওড়িশা ও অন্ধ্র উপুকূলের দিকে। আগামিকাল সকালে ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ রাজ্যে যখন ‘তিতলি’ ঢুকবে, তখন শক্তি ক্ষয় হয়ে দুর্বল হয়ে যাবে। ফলে এ রাজ্যে ঝড়ের কোনও প্রভাব পড়বে না। তবে তিতলির জেরে এ রাজ্যে বৃষ্টি চলবে।
এদিন আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, "পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে ওই ঘূর্ণিঝড়ের অবস্থান গোপালপুর থেকে ২৪০ কিমি দূরে রয়েছে। এটা আগামিকাল উত্তর-পশ্চিম দিকে এগিয়ে কাল সকালে ওড়িশা ও অন্ধ্র উপকূলে, মূলত গোপালপুর ও কলিঙ্গপতনের মধ্যে, আছড়ে পড়বে। এরপর ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিকে এগিয়ে ওড়িশা উপকূল হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসবে। তবে ওড়িশা উপকূলে অভিমুখ নেওয়ার পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এই ঘূর্ণিঝড়।"
আরও পড়ুন, Cyclone Titli LIVE updates: ওড়িশায় আছড়ে পড়ল ‘তিতলি’, ধেয়ে আসছে বাংলায়
ঝড় না হলেও, তিতলির জেরে এ রাজ্যে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশু দিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে। ১৩ তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ১৪ তারিখের পর থেকে বৃষ্টি ধীরে ধীরে কমবে।
আরও পড়ুন, ঘূর্ণিঝড় ‘তিতলি’র জেরে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
তিতলির প্রভাবে মৎস্যজীবীদের বাড়তি সতর্ক করা হয়েছে। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ রাতের পর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এদিকে পুজোর মুখে বৃষ্টি হলেও, পুজোর মূল দিনগুলো, অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। পুজোর শহরের আকাশ পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ওই সময় আবহাওয়া ভাল থাকবে।