করোনার ডেল্টা প্রজাতির হানায় আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী। ডেল্টা সংক্রমণের প্রথম সরকারি গবেষণার পর্যালোচনায় জানা গিয়েছে, প্রায় ৮৯ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত। গবেষণাটি পুণে স্থিত ন্যাশনাল ইনস্টটিউট অফ ভাইরোলজির পক্ষ থেকে করা হয় এবং জিনোম বিশ্লেষণের পর জানা যায়, প্রায় ৬৭৭ জন করোনা টিকা গ্রহণের পরেও ডেল্টা দ্বারা আক্রান্ত হন।
- মূলত যে বিষয়গুলি গবেষণার মাধ্যমে জানা গেছে ;
- ৬৭৭ জনের মধ্যে ৪৮২ জন (৭১ %) রোগী উপসর্গ যুক্ত।
- ৭১ জনের হাসপাতালের চিকিৎসা প্রয়োজন ।
- তিন জনের মৃত্যু হয়েছে ।
- ৬৯% মানুষ জানিয়েছেন জ্বর সাধারণ উপসর্গ, ৫৬% মানুষ জানিয়েছেন গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা এবং বমি বমি ভাব, ৪৫% মানুষের উপসর্গ কাশি, ৩৭% মানুষের গলা ব্যথা, মুখে স্বাদ এবং ঘ্রাণ ছিল না ২২% মানুষের , ডায়েরিয়াতে ভুগেছেন ৬% মানুষ এবং ৬% মানুষ ভুগেছেন শ্বাসকষ্টে। বাকি এক শতাংশ অ্যালার্জি তে ভুক্তভুগী।
- ৬৭৭ জনের মধ্যে ৬০৪ জন কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেন, ৭১ জন কোভ্যাক্সিন গ্রহণ করেন, দুজন সিনোফার্ম গ্রহণ করেন।
আরও পড়ুন অদূর ভবিষ্যতেই ১২-১৮ বয়সীদের টিকা, দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্র
প্রধানত, দেশের দক্ষিণ-পশ্চিম-পূর্ব এবং উত্তর-পূর্ব অঞ্চলের মানুষজন এই সমীক্ষা মাধ্যমে রিপোর্ট করেছেন। ডেল্টা এবং কাপ্পা প্রজাতির উপসর্গ এবং তার পরবর্তী পর্যায়ের বিষয় সমীক্ষা সম্পর্কে জানা গিয়েছে। আলফা-ডেলটা এবং কাপ্পা প্রজাতির প্রকোপ উত্তর এবং মধ্য ভারতের মানুষ বেশি সংক্রমিত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন