নির্ভয়ার অপরাধীদের ফাঁসি ঘিরে ফের আইনি জট? নির্ভয়াকাণ্ডে ফাঁসি ঠেকাতে আবারও মরিয়া চেষ্টা অপরাধীদের। এবার রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নির্ভয়াকাণ্ডে দণ্ডিত পবন গুপ্তা। ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাবাসের সাজার আবেদন জানিয়ে শুক্রবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পবন, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।
উল্লেখ্য, ফাঁসি কার্যকর করার আগে একমাত্র পবনই এখনও পর্যন্ত আইনি প্রক্রিয়ার দ্বারস্থ হয়নি। এর আগে নির্ভয়ার তিন অপরাধী মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় কুমারের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ খারিজ করে দিয়েছিল। অপরাধীদের আইনি প্রক্রিয়ার জটে এর আগে দু’দুবার পিছিয়ে গিয়েছিল ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া।
আরও পড়ুন: সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন, কেন্দ্রকে নোটিস দিল্লি হাইকোর্টের
প্রসঙ্গত, নির্ভয়ার অপরাধীদের ফাঁসি আগামী ৩ মার্চ। ওই দিন সকাল ৬টায় ৪ দণ্ডিতের ফাঁসি কার্যকর করা হবে। এর আগে দু’দুবার নির্ভয়ার অপরাধীদের ফাঁসি প্রক্রিয়া রদ হয়েছে। প্রথমে ২২ জানুয়ারি, পরে ১ ফেব্রুয়ারি নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষীদের ফাঁসির দিন ঠিক হয়েছিল। ২০১২ সালের ডিসেম্বরে নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬), অক্ষয় কুমার সিং (৩১) ও মুকেশ সিং (৩২)।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন