Advertisment

গণধর্ষণ: মৃত্যুদণ্ড রদের আবেদন খারিজ

বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি দীপক গুপ্তকে নিয়ে গড়ে ওঠা বেঞ্চ সেই আবেদন খারিজ করে আবেদনকারীকে বলেছে, "আদালতকে হাসির খোরাক করে তুলছেন আপনি"। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০১৬-র দিল্লি গণ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের সাজা অবিলম্বে প্রণয়ন করার আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করল শীর্ষ আদালত।

Advertisment

বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি দীপক গুপ্তকে নিয়ে গড়ে ওঠা বেঞ্চ সেই আবেদন খারিজ করে আবেদনকারীকে বলেছে, "আদালতকে হাসির খোরাক করে তুলছেন আপনি"।

প্রসঙ্গত, আবেদনকারী আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব কেন্দ্রীয় সরকারের কাছে দিল্লি গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের ব্যাপারে বিস্তারিত নির্দেশ সম্পর্কে জানতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে আবেদনকারীকে মনে করিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

২০১৬ সালের দিল্লি গণধর্ষণ কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড দিয়েছে চলতি বছরের ৯ জুলাই। সাজা পুনর্বিবেচনা করার জন্য চার জনের মধ্যে তিন অভিযুক্ত মুকেশ(৩১), পবন গুপ্ত(২৪) এবং বিনয় শর্মা(২৫) আবেদন জানিয়েছিল। সেই আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত।

৬ বছর আগে ডিসেম্বরের এক সন্ধ্যায় দিল্লির এক বেসরকারি বাসে ৬ জন মিলে গণধর্ষণ করে এক প্যারামেডিকালের এক ছাত্রীকে। ধর্ষণের পর ছাত্রী এবং তাঁর বন্ধুকে বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। দক্ষিণ দিল্লির এক হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয় ধর্ষিতাকে। সে বছরের ২৯ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর।

Read the full story in English

Advertisment