scorecardresearch

নির্ভয়াকাণ্ডে থমকে ফাঁসি, কাল কেন্দ্রের আবেদনের সুপ্রিম শুনানি

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র।

supreme court, সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আইনে জালে আটকে নির্ভয়ার ৪ ধর্ষক দোষীদের ফাঁসি। এই প্রেক্ষিতে কেন্দ্রের আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। শুক্রবার কেন্দ্রের আবেদনের শুনানি দেশের সর্বোচ্চ আদালতে। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। উল্লেখ্য, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির আদেশ কার্যকর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। এই রায়কে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেন নির্ভয়ার বাবা-মা। কেন্দ্রও দোষীদের আলাদা আলাদা করে ফাঁসির দাবির আর্জি জানিয়েছিল। যা খারিজ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান। তিনি বলেন, দোষীদের রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন ও তিন দোষীর প্রাণভিক্ষার আর্জি খারিজ হওয়া সত্ত্বেও তাদের ফাঁসি দিতে পারছেন না জেল কর্তৃপক্ষ। এর আগে বুধবার দিল্লি হাইকোর্ট জানায়, ৪ দোষীকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে। পৃথকভাব ফাঁসি দেওয়া হবে না। একইসঙ্গে দোষীদের ফাঁসির আগে প্রাণভিক্ষার আবেদনের জন্য ৭ দিনের সময়সীমা বেঁধে দেয় আদালত। এই ৭ দিনে যদি দোষীরা আর কোনও পিটিশন দাখিল না করে, তাহলে আইন মেনে ফাঁসি কার্যকর করা হবে, একথা জানায় আদালত।

আরও পড়ুন: রাম মন্দির ট্রাস্টের জন্য অনুমতির প্রয়োজন নেই, জানাল কমিশন

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় ২০১২ সালের ডিসেম্বরে নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬), অক্ষয় কুমার সিং (৩১) ও মুকেশ সিং (৩২)-এর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। প্রস্তুত ছিল তিহার জেল কর্তৃপক্ষ। কিন্তু আদালতের নির্দেশে শেষ মুহূর্তে পিছিয়ে যায় মৃত্যুদণ্ডের পরোয়ানা। এরপর দোষীদের তরফে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানানো হলেও তা খারিজ হয়ে যায়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

https://t.me/iebangla

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Delhi gangrape case nirbhaya sc delhi highcourt