scorecardresearch

উমর খালিদের বিরুদ্ধে UAPA ধারায় মামলার অনুমতি দিল কেজরি সরকার

গত ১৩ সেপ্টেম্বর দিল্লির দাঙ্গায় ষড়যন্ত্রের অভিযোগে উমর খালিদকে গ্রেফতার করা হয়।

umar khalid, উমর খালিদ
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লি হিংসার ঘটনায় ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করতে চলেছে দিল্লি পুলিশ। শুক্রবার সেজন্য পুলিশকে অনুমতি দিয়েছে দিল্লির কেজরিওয়াল সরকার।

জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা খালিদের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গায় ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার অনুমতি দিয়েছে কেজরি সরকার। এমনটাই জানিয়েছেন সরকারের এক শীর্ষ আধিকারিক।

আরও পড়ুন সুপ্রিম নির্দেশে ধাক্কা উদ্ধব সরকারের, অর্ণবকে রক্ষাকবচ দিল শীর্ষ আদালত

এদিন দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দিল্লির সরকারের তরফে মামলা শুরু করার জন্য অনুমতি মিলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও অনুমতি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক দুই সপ্তাহ আগেই অনুমতি দিয়েছিল। দিল্লি পুলিশ খালিদের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে দাখিল করেছে। বস্তুত, কোনও ব্যক্তির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করার জন্য কেন্দ্র ও রাজ্য দুই সরকারের অনুমতি প্রয়োজন।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর দিল্লির দাঙ্গায় উসকানিমুলক কার্যকলাপের অভিযোগে উমর খালিদকে গ্রেফতার করা হয়। এতদিন পর ইউএপিএ ধারায় মামলা রুজু করার জন্য ছাড়পত্র দিল দিল্লি সরকার।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Delhi govt gives nod to prosecute umar khalid under uapa