বিশ্বজুড়ে করোনার হাহাকার। এমন অবস্থায় তিনিও করোনার কোপে পড়তে পারেন। আর এ আশঙ্কাতেই অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানিয়েছিলেন অগুস্তা ওয়েস্টল্য়ান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত 'মিডলম্য়ান' ক্রিশ্চিয়ান মিশেল। কিন্তু তাঁর এই আর্জি 'ভিত্তিহীন', সে কারণেই মিশেলের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি মঙ্গলবার খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
জানা যাচ্ছে, আইনজীবী এ কে জোসেফের মাধ্য়মে তাঁর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে করোনা আবহে অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানান মিশেল। আদালতে মিশেলের আইনজীবী জানান, তাঁর মক্কেল এমনিতেই অনেক রোগে ভুগছেন, ফলে এই পরিস্থিতিতে কোনওভাবে তাঁর শরীরে করোনার সংক্রমণ ছড়ালে তা বিপজ্জনক হতে পারে।
আরও পড়ুন- ট্রাম্পের করোনা চোখরাঙানিকে কটাক্ষ করে মোদীকে বার্তা রাহুলের
মিশেল তাঁর আবেদনপত্রে জানিয়েছিলেন, ''তাঁর বয়স ৫৯ এবং তিনি অসুস্থ। ফলে এই অবস্থায় তাঁর করোনা সংক্রমণের সম্ভাবনা অন্যান্য বন্দির থেকে অনেকটাই বেশি''। এ প্রসঙ্গে গত ১৬ মার্চের সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথাও উল্লেখ করেছেন তিনি। দেশের শীর্ষ আদালতের যে নির্দেশিকায় দেশের সংশোধনাগারে বন্দিদের মধ্যে সামাজিক দূরত্ব পালন করার সমস্যার কথা বলা হয়েছে।
উল্লেখ্য,দুবাই থেকে মিশেলকে প্রত্য়র্পন করা হয়। ২০১৮ সালের ২২ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে ইডি। পরে অগুস্তা মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে তিহার জেলে রয়েছেন মিশেল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন