করোনার লাগামছাড়া সংক্রমণে ত্রস্ত দেশ। রাজ্যে-রাজ্যে বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। রাজধানীতে করোনা কার্যত সুনামির আকার নিয়েছে। মঙ্গলবার দিল্লির স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী নতুন করে প্রায় সাড়ে ৫ হাজারের কাছাকাছি মানুষ ফের করোনা আক্রান্ত হয়েছেন। আজ দিল্লির দৈনিক সংক্রমিতের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছুঁতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের। রাজধানীতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে মনে করছেন তিনি।
দিল্লিতে গতকাল পর্যন্ত করোনা পজিটিভিটি রেট ছিল ৮.৩৭ শতাংশ। আজ পজিটিভিটি রেট আরও ২ শতাংশ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। সংবাদসংস্থা এএনআইকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, ''দিল্লিতে আজ ১০ হাজার মানুষ করেনা আক্রান্ত হতে পারেন। পজিটিভিটি রেট ১০ শতাংশের কাছে পৌঁছতে পারে। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দিল্লিতে।''
গতকাল দিল্লিতে ফের ৫ হাজার ৪৮১ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লি বিপর্যয় মোকাবিলা দফতর শহরে সপ্তাহান্তে কার্ফুর জারির সিদ্ধান্ত নিয়েছে। দেশের মেট্রো সিটিগুলির মধ্যে সর্বপ্রথম দিল্লিতেই এই কড়াকড়ি জারি করা হয়েছে।
আরও পড়ুন- লাগামছাড়া সংক্রমণে ত্রস্ত দেশ, একদিনে করোনা আক্রান্ত ৫৮ হাজারের বেশি
প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, মুদিখানার দোকান-সহ প্রয়োজনীয় জিনিস বিক্রির দোকান ছাড়া সপ্তাহান্তে সব দোকান বন্ধ থাকবে। মল, মার্কেট এবং রেস্তোরাঁ বন্ধ থাকবে। এমনিতেই দিল্লিতে নাইট কার্ফু জারি রয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৫টা পর্যন্ত এবার উইকেন্ড কার্ফু জারি হল।
দিল্লির স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য বলছে, সোমবার দিল্লিতে ৪২০ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে হয় ৫৩১। এঁদের মধ্যে ৩০৮ জন উপসর্গহীন কিংবা তাঁদের মৃদু উপসর্গ রয়েছে। সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত ১২৪ জনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮। দিল্লিতে এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ কেস ১৪ হাজার ৮৮৯।
Read full story in English