Advertisment

মণিপুরী তরুণীকে 'করোনা' সম্বোধন করে থুথু, গ্রেফতার অভিযুক্ত

উত্তর-পূর্ব দিল্লির মুখার্জি নগর এলাকায় রবিবার রাতে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এক ব্যক্তি, এমন অভিযোগই থানায় জানান তরুণী।

author-image
IE Bangla Web Desk
New Update
manipuri woman assaulted, মণিপুরী মহিলাকে হেনস্থা, মণিপুরী তরুণীকে করোনা, মণিপুরী তরুণীকে থুথু, manipuri woman spit at, delhi news, coronavirus news, vijay nagar, দিল্লির খবর, delhi police, delhi cm arvind kejriwal, indian express bangla

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মণিপুরী এক তরুণীকে “করোনা” বলে গায়ে থুথু দিয়ে ইভটিজিংয়ের ঘটনায় নয়া মোড়। এ ঘটনায় অভিযুক্ত ৪০ বছর বয়সী এক ব্য়ক্তিকে বুধবার গ্রেফতার করল দিল্লি পুলিশ। উত্তর-পূর্ব দিল্লির মুখার্জি নগর এলাকায় রবিবার রাতে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এক ব্যক্তি, এমন অভিযোগই থানায় জানান তরুণী। তিনি আপত্তি জানালে তাঁর গায়ে থুথু দিয়ে “করোনা” বলে চিৎকার করে স্কুটারে চড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

Advertisment

পুলিশকে ওই তরুণী জানান যে রবিবার রাতে স্থানীয় বাজার থেকে জিনিস কিনে বিজয়নগরে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেন, “ওই তরুণী তাঁর অভিযোগপত্রে লিখেছেন যে অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তি তাঁর কাছে এসে অশ্লীল মন্তব্য করেন। তিনি প্রতিবাদ করলে তাঁর গায়ে থুথু ফেলে ‘করোনা’ বলে চিৎকার করে চম্পট দেন।”

আরও পড়ুন: ‘ডাক্তার-নার্সরা ভগবান, ওঁদের সহযোগিতা না করলে কঠোর ব্য়বস্থা’, করোনায় কড়া বার্তা মোদীর


তরুণীর অভিযোগের ভিত্তিতে মুখার্জি নগর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ।

এ ঘটনায় দৃষ্টি আকর্ষণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অবিলম্বে এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্য়বস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন কেজরি। পাশাপাশি তিনি বলেন, “আমাদের এসময় একজোট হয়ে Covid-19-এর বিরুদ্ধে লড়া উচিত।”

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment