scorecardresearch

‘স্থায়ী কমিটি নির্বাচন’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, নবনির্বাচিত মেয়রকে লাঞ্ছনার অভিযোগ

মাইক ভেঙেছে, ব্যালট বাক্স ছিঁড়েছে… স্থায়ী কমিটি নির্বাচন নিয়ে আপ-বিজেপির তুমুল সংঘর্ষ।

delhi, delhi mayor polls, delhi news, delhi updates, delhi mayor polls updates, mayor election in delhi, mcd mayor election date, delhi mayor, delhi mayor election, delhi mcd mayor election, delhi elections, aam aadmi party, bharatiya janata party, congress, aap, bjp, delhi, delhi mayor polls, delhi news, delhi earthquake, earthquake in delhi, delhi updates, delhi mayor polls updates, delhi elections, aam aadmi party, bharatiya janata party, congress, aap, bjp"

মাইক ভেঙেছে, ব্যালট বাক্স ছিঁড়েছে… স্থায়ী কমিটি নির্বাচন নিয়ে আপ-বিজেপির তুমুল সংঘর্ষ। দিল্লিতে মেয়র পদের জন্য নির্বাচন বুধবার (২২ ফেব্রুয়ারি ২০২৩) অনুষ্ঠিত হয়। এর আগে মেয়র পদের নির্বাচন তিনবার ব্যর্থ হয়।  গতকালের এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির রেখা গুপ্তাকে হারিয়ে দিল্লির মেয়র হয়েছেন আম আদমি পার্টির শেলি ওবেরয়। এরপর বৃহস্পতিবার সকালে দিল্লির মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের হাউসে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। স্থায়ী কমিটির ৬ সদস্য নির্বাচন ঘিরে আম আদমি পার্টি (আপ) এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে।

আগামীকাল পর্যন্ত হাউস মুলতুবি

স্থায়ী কমিটির সদস্য নির্বাচন নিয়ে এমসিডি হাউসের অভ্যন্তরে হট্টগোলের পরে দিল্লির মেয়র শেলি ওবেরত এমসিডি হাউসের কার্যকাল আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত স্থগিত করেছেন। এর আগে, হাউসে স্লোগানের মধ্যে দিয়ে এমসিডি হাউসের কার্যক্রম এক ঘণ্টার জন্য মুলতবি করা হয়। স্থায়ী কমিটির নির্বাচন গতকাল সন্ধ্যায় শুরু হয়। বিজেপি এবং আপের বেশ কয়েকজন কাউন্সিলারের বিরুদ্ধে একে অপরকে হেনস্থার অভিযোগ তুলেছেন।  

আপের তরফে শেলি ওবেরয় এমসিডি মেয়র পদে বিজেপির রেখা গুপ্তাকে হারিয়ে জয়ী হয়েছেন। রেখা গুপ্তা পেয়েছেন ১১৬টি ভোট যেখানে শেলি পেয়েছেন পেয়েছেন ১৫০ ভোট। মহম্মদ ইকবাল মোট ২৬৬ ভোটের মধ্যে ১৪৭ ভোট পেয়ে জয়ী হয়ে ডেপুটি মেয়র পদে নির্বাচিত হয়েছেন। দুটি ভোট অবৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন:[ হিন্ডেনবার্গ রিপোর্টের জের, বিশ্বের প্রথম ২৫ ধনীর তালিকাতেও নাম নেই গৌতম আদানির ]

বিজেপির বিরুদ্ধে আক্রমণের অভিযোগ শেলি ওবেরয়

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থায়ী কমিটির নির্বাচন শুরু হলে হট্টগোলের জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি এবং আপ কাউন্সিলাররা একে অপরকে হেনস্থা করেন বলে অভিযোগ। নবনির্বাচিত মেয়রের অভিযোগ, তাঁকে কয়েকজন বিজেপি সদস্য লাঞ্ছিত করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শেলি ওবেরয় টুইট করেছেন, “আমি যখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্থায়ী কমিটির নির্বাচন পরিচালনা করছিলাম তখন বিজেপি কাউন্সিলররা আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। এটা বিজেপির গুন্ডামি যে তারা একজন মহিলা মেয়রকে আক্রমণ করার চেষ্টা করছে।”

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Delhi mcd elections live updates after night of chaos mcd house adjourned till tomorrow without electing 6 standing committee members