scorecardresearch

হিন্ডেনবার্গ রিপোর্টের জের, বিশ্বের প্রথম ২৫ ধনীর তালিকাতেও নাম নেই গৌতম আদানির

গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ নেমে এসেছে ৪২.৭ বিলিয়ন ডলারে।

Gautam S Adani
গৌতম আদানি

হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকেই গৌতম আদানির সংস্থার শেয়ার দর হুহু করে কমতে শুরু করে। এখন আরও  বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন গৌতম আদানি । গত এক মাসেই আদানি গোষ্ঠীর হাত থেকে অনেক ডিল বাতিল হয়েছে। আদানি গ্রুপের শেয়ার দর ক্রমাগত কমতে শুরু করেছে। এবার আরও একটি বড় ধাক্কার মুখে গৌতম আদানি। বিলিয়নেয়ারদের তালিকায় আদানির নাম এবার প্রথম ২৫-এর তালিকা থেকে বাদ গিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক রিপোর্টের ওপর ভিত্তি করে   একটি বড় চুক্তিও বাতিল হয়েছে আদানি গ্রুপের।  

হিন্ডেনবার্গ রিপোর্ট ২৪ জানুয়ারি প্রকাশের পর থেকে বড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। একের পর এক গ্রুপের সব কোম্পানির শেয়ার দ্রুত পতন হতে থাকে। গৌতম আদানি, যিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন, তিনি এখন ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে ২৯ তম স্থানে নেমে এসেছেন। গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ নেমে এসেছে  ৪২.৭ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন: [ ব্যক্তিগত ছবি শেয়ার সোশ্যাল মিডিয়ায়! তুঙ্গে মহিলা IAS-IPS লড়াই’, কোটি টাকা ‘ক্ষতিপূরণের’ দাবি ]

সম্প্রতি একের পর এক চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। এবার ওরিয়েন্ট সিমেন্টের সঙ্গেও চুক্তি বাতিল হয়েছে আদানি গ্রুপের। রিপোর্ট অনুযায়ী, সিকে বিড়লা গ্রুপের কোম্পানি ওরিয়েন্ট সিমেন্ট আদানি পাওয়ার মহারাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে। দুই কোম্পানির মধ্যে এই চুক্তির জন্য আলোচনা ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়।

নিশানা করেছে বিরোধী দলগুলো

আদানি গ্রুপকে নিয়ে সংক্রান্ত হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছে। এই বিষয়ে জেপিসি তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। যদিও সরকার তা অস্বীকার করেছে। এ নিয়ে সংসদের বাজেট অধিবেশনে তুমুল হট্টগোল হয়। সরকার বলেছে যে জেপিসি কেবল সেই মামলাগুলি তদন্ত করতে পারে যা সরকারের সঙ্গে সম্পর্কিত।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Hindenburg effect gautam adani no longer among worlds 25 richest on forbes bloomberg lists