Advertisment

নিজামুদ্দিনকাণ্ডে তবলিঘি জামাতের ধর্মগুরুর বিরুদ্ধে এফআইআর দায়ের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২১ মার্চ নয়াদিল্লির নিজামুদ্দিন মরকজ তবলিঘি জামাতে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা অধিকাংশই মধ্য় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে এসেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Tablighi Jamaat, তবলিঘি জামাত, Delhi Police registers FIR against preacher, দিল্লি পুলিশ, নিজামুদ্দিন, Nizamuddin , Delhi news, coronavirus, করোনাভাইরাস, দিল্লির খবর

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

তবলিঘি জামাতের ধর্মযাজক মৌলনা সাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। ওই সংগঠনের অন্য়ান্য় সদস্য়দের বিরুদ্ধেও মহামারী আইনের ৩নং ধারায় পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে। করোনাভাইরাসের আবহে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতের আয়োজন করা হয়েছিল। এই জমায়েতে অংশ নেওয়া অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisment

দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার জানিয়েছেন, গত ৩ দিনে মরকজ তবলিঘি জামাত থেকে ১৫৪৮ জনকে সরানো হয়েছে। যাঁদের মধ্য়ে করোনা সন্দেহে ৪৪১ জনকে পরীক্ষার জন্য় হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন: করোনা আতঙ্ক: পরিযায়ী শ্রমিকদের কাউন্সেলিংয়ের নির্দেশ সুপ্রিম কোর্টের

31, 2020

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২১ মার্চ নয়াদিল্লির নিজামুদ্দিন মরকজ তবলিঘি জামাতে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা অধিকাংশই মধ্য় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে এসেছিলেন। মালয়েশিয়া, থাইল্য়ান্ড, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, কিরঘিজস্তানের বাসিন্দারা এই জমায়েতে অংশ নিয়েছিলেন।

জানা গিয়েছে, গত ২১ মার্চ নয়া দিল্লিতে নিজামুদ্দিন মরকজে তবলিঘি জামাতের জমায়েতে প্রায় ১৭৪৬ জন অংশ নিয়েছিলেন। যাঁদের মধ্য়ে ১৫৩০ জন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। ওই জমায়েতে ২১৬ জন বিদেশি অংশ নিয়েছিলেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus national news
Advertisment