Congress ‘toolkit’ case: কংগ্রেসের টুলকিট সংক্রান্ত মামলা আরও বিপাকে টুইটার। বেঙ্গালুরুতে গিয়ে টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে জেরা করল দিল্লি পুলিশ। স্পেশ্যাল সেলের তদন্তকারী অফিসারদের একটি দল গত ৩১ মে বেঙ্গালুরুতে মণীশ মাহেশ্বরীকে জেরা করে বলে জানা গিয়েছে।
কংগ্রেসের অভিযোগের পর, পুলিশ টুইটারের আধিকারিক, কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্রধান রোহন গুপ্তা এবং মুখপাত্র এম ভি রাজীব গৌড়াকে নোটিস পাঠায়। এরাই বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যদিও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রকে এখন জিজ্ঞাসাবাদ করেনি দিল্লি পুলিশ।
উল্লেখ্য, এক সপ্তাহ আগেই এই টুলকিট সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের একটি তদন্তকারী দল দিল্লির টুইটার অফিসে গিয়েছিল। পুলিশ জানায়, নোটিস দিতেই টুইটারের অফিসে যায় দল। এছাড়াও মণীশ মাহেশ্বরীকে তদন্ত সহযোগিতার জন্য নোটিস পাঠায় দিল্লি পুলিশ। তদন্তকারী অফিসার তখন জানান, জেরা করার জন্য মাহেশ্বরীর বাড়িতে যেতে পারেন তাঁরা।
আরও পড়ুন মুসলিম বৃদ্ধকে নিগ্রহের ঘটনায় Twitter, দুই সাংবাদিক ও কংগ্রেস নেতাদের বিরুদ্ধে FIR পুলিশের
প্রায় দুঘণ্টা ধরে জেরা করে পুলিশ। জেরায় পুলিশ জানতে চায়, সংস্থার উচ্চতর আধিকারিক কারা, এছাড়া টুলকিট সংক্রান্ত বিষয়ে টুইটারের কাছে কী তথ্য রয়েছে, কিছু নেতার পোস্টে কেন ম্যানিপুলেটেড মিডিয়া তকমা দেয় টুইটার, এসব।
প্রসঙ্গত, গত মাসে টুলকিট ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপির নেতা-নেত্রীরা। তাঁরা অভিযোগ করেন, দেশের প্রধানমন্ত্রীকে অপমান করতেই নয়া কোভিড স্ট্রেনকে ‘মোদী স্ট্রেন’ বলে অভিহিত করছে। কংগ্রেসের পাল্টা আক্রমণ, ফেক টুলকিট নিয়ে মিথ্যা অপপ্রচার করছে বিজেপি।
আরও পড়ুন সাম্প্রদায়িকতায় ইন্ধনের অভিযোগ, ভারতে আইনি রক্ষাকবচ হারাল টুইটার
সম্প্রতি, বিজেপি নেতাদের টুলকিট নিয়ে টুইটগুলিকে ম্যানিপুলেটেড মিডিয়া বলে অভিযোগ করেছে টুইটার কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছে সম্বিত পাত্রের টুইট। এই প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে টুইটারকে নোটিস দিয়ে জানায়, বিজেপি নেতাদের টুইটগুলি থেকে ম্যানিপুলেটেড মিডিয়া তকমা সরিয়ে দেওয়ার জন্য়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন