Advertisment

Delhi Schools Bomb Threat: সাতসকালেই হুলস্থূল! ৪০টি স্কুলে বোমাতঙ্ক, প্রাণভয়ে ছুট কচিকাঁচাদের

Delhi Schools Bomb Threat: বিষয়টি প্রকাশ্যে আসতেই শিশুদের বাড়িতে পাঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। দমকল বিভাগের আধিকারিকরা দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

author-image
Sayan Sarkar
New Update
Delhi Schools Bomb Threat

বোমাতঙ্ককে কেন্দ্র করে হুলস্থূল পড়ে যায়।

Delhi Schools Bomb Threat: সাত সকালেই একের পর এক স্কুলে বোমাতঙ্ক। ডিপিএস-সহ দিল্লির প্রায় ৪০টি স্কুলে বোমাতঙ্কের জেরে ছড়িয়ে পড়ে চূড়ান্ত আতঙ্ক। এদিকে বোমাতঙ্কের জেরে তড়িঘড়ি কচিকাঁচাদের ফেরত পাঠানো। পুলিশ ও বোম্ব স্কোয়াডের সদস্যরা ইতিমধ্যে স্কুলে হাসির হয়েছেন। তল্লাশিপর্ব চলছে। আশে পাশের বাসিন্দাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। 

Advertisment

ফের বোমাতঙ্ক! দিল্লির ডিপিএস জিডি গোয়েঙ্কা স্কুল সহ প্রায় ৪০ টি স্কুলে বোমা হামলার হুমকি মেইল ঘিরে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। প্রশাসন সূত্রে খবর এদিন সকাল সকাল ৭টা নাগাদ স্কুল শুরুর ঠিক আগেই বোমাতঙ্ককে কেন্দ্র করে হুলস্থূল পড়ে যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই  শিশুদের বাড়িতে পাঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। দমকল বিভাগের আধিকারিকরা  দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। 

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই দিল্লির স্কুল, বিমানবন্দর, হোটেল এবং অন্যান্য জনবহুল স্থানে বোমা হামলার হুমকি্র ঘটনা লাগাতার ঘটে চলেছে।  কিছুদিন আগেও দিল্লির রোহিনীতে একটি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি ইমেলের জেরে ছড়িয়ে পড়ে চূড়ান্ত আতঙ্ক। যদিও তল্লাশি চালিয়েও কোনরকম সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। 

কেন্দ্রকে বিদ্রুপ অরবিন্দ কেজরিওয়ালের

দিল্লির আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন কেজরিওয়াল। তিনি বলেন, কেন দিনে দিনে দিল্লির আইনশৃঙ্খলা তলানিতে ঠেকছে তার জবাব দিল্লির মানুষকে জবাব দিতে হবে। রোহিণীর স্কুলের হুমকির একদিন আগে, প্রশান্ত বিহার এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।  যাতে একজন আহত হয়েছিল। এ ঘটনার পর এলাকায় হুলস্থূল পড়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পর চারদিক ধোঁয়ায় ঢেকে যায় । 

 

CM at Delhi delhi-blast delhi
Advertisment