Advertisment

West Bengal News Highlights: 'কলকাতা দখল করবে বলছে, চুপ থাকব ভাববেন না', বাংলাদেশ ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

West Bengal News Highlights Today 9 Dec, 2024: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in West bengal Live: গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট জানুন।

Latest West Bengal News Highlights:এবার ব্রিটেনের এক সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখলেন বাংলাদেশের (Bangladesh) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ভার্চুয়াল মাধ্যমে সেই বক্তৃতায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুজিব-কন্যা। সে দেশে সংখ্যালঘুদের ওপর অবর্ণনীয় নির্যাতন ইস্যুতে মহম্মদ ইউনুস (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকেই কাঠগড়ায় তুলেছেন। "ঘরে শান্তিতে ঘুমানোর উপায় নেই। চুরি, ডাকাতি হচ্ছে। বাংলাদেশে এখন অরাজকতা চলছে। এই অন্ধকার কেটে যাবে। নতুন সূর্য উঠবে।" ভার্চুয়াল মাধ্যমে এমনই বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। আওয়ামী লিগের গণ সংগঠন সোশ্যাল মিডিয়ায় হাসিনার এই বক্তৃতা পোস্ট করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি।

Advertisment

এদিকে, এবার বঙ্গ BJP-র সমালোচনা RSS মুখপত্র 'স্বস্তিকা'য়। 'পশ্চিমবঙ্গে বিজেপিতে মুখের বড়ই অভাব', কার্যত এমনই সমালোচনা উঠে এসেছে আরএসএস মুখপত্রে। গত কয়েক বছর ধরে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে লড়াইয়ে বিজেপি। তবুও গত একাধিক নির্বাচনে তেমন সফলতা আসেনি। একের পর এক ভোট বৈতরণী সফলতার সঙ্গেই পেরিয়েছে জোড়াফুল। গত কয়েকটি বিধানসভা, লোকসভা নির্বাচন এমনকী উপনির্বাচনেও গোহারা হেরেছেন বিজেপির প্রার্থীরা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার নেতৃত্বাধীন বঙ্গ বিজেপির কর্মকাণ্ডকে মোটেই ভালোভাবে দেখছে না RSS। রাজ্যে প্রধান বিরোধী দলের জায়গা ছিনিয়ে নিতে পারলেও শক্তিশালী বিরোধী দল হিসেবে এখনও পর্যন্ত বঙ্গ বিজেপি নিজেদের তৈরি করে উঠতে পারেনি, বলে এমনও সমালোচনা আরএসএস মুখপত্রে। 

অন্যদিকে, রাজ্যে ফের বোমার বলি ৩। বোমা বাঁধতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। মুর্শিদাবাদে সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। একটি পাকা বাড়ির ভেতরে বসে বোমা বাঁধছিলেন কয়েকজন। গতকাল রাত ১০টা নাগাদ সেখানেই ঘটে যায় জোরালো বিস্ফোরণ। সেই বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে বাকি দু'জনের মৃত্যু হয়।

  • Dec 09, 2024 17:46 IST
    West Bengal News Live: বাংলাদেশি পর্যটকদের জায়গা দেওয়া হবে না দার্জিলিংয়ের হোটেলে

    দার্জিলিংয়ের কোনও হোটেলে আর বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না। সোমবার এমনই সিদ্ধান্তের কথা জানাল পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের সংগঠন। তাঁদের বক্তব্য, ‘ব্যবসার ক্ষতি হোক, আপত্তি নেই। কিন্তু বাংলাদেশিদের কোনও জায়গা হবে না।’



  • Dec 09, 2024 16:16 IST
    West Bengal News Live: ভারতের কাছ থেকে ১০০ টন চাল কিনল বাংলাদেশ

    অশান্তির আবহেই ভারতের কাছ থেকে ১০০ টন চাল কিনল বাংলাদেশ। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত হয়ে চারটি চাল বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। আজ, সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি গিয়েছেন বাংলাদেশে বৈঠক করার জন্য। তার আগে রবিবারই ১০০ টন চাল ভারত থেকে সীমান্ত পেরিয়ে গেছে ইউনূসের বাংলাদেশের।



  • Dec 09, 2024 13:22 IST
    West Bengal News Live:বাংলাদেশ ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

    সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন সদস্যরা কলকাতা দখলের হুমকি দিয়েছেন। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এবার রাজ্য বিধানসভায় বাংলাদেশ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এদিন বলেন, "কেউ কেউ বলছে কলকাতা দখল করবে। বিহার দখল করবে বলছে কেউ কেউ। যাঁরা বলছেন আপনারা ভালো থাকবেন, আমরা চুপ থাকব ভাবার কারণ নেই। আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আশা করি বৈঠকে সমাধান সূত্র উঠে আসবে। এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন।" এদিকে বাংলাদেশ ইস্যুতে আজই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছে তৃণমূলের প্রতিনিধি দল। 



  • Dec 09, 2024 13:02 IST
    West Bengal News Live:IRCTC-তে চরম বিপত্তি!

     বেড়াতে যাচ্ছেন? চরম বিপত্তিতে হাজার হাজার যাত্রী। হঠাৎ করেই বিরাট সমস্যার মুখে IRCTC সাইট এবং অ্যাপ। সকাল বেলা তৎকাল টিকিট বুক করতে গিয়ে সমস্যার মুখে যাত্রীরা। কিন্তু কেন অনলাইনে টিকিট বুক করা যাচ্ছে না?

    বিস্তারিত পড়ুন- IRCTC Down: বেড়াতে যাচ্ছেন? IRCTC-তে চরম বিপত্তি!



  • Dec 09, 2024 13:00 IST
    West Bengal News Live: নন্দীগ্রামে খুন তৃণমূল নেতার ভাই

    সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে বোমাবাজির ঘটনার পর রাতে ভোজালির কোপে মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের। আহত তৃণমূলের বুথ সভাপতিও। ঘটনার জেরে সোমবার নন্দীগ্রাম বন্ধের ডাক তৃণমূলের। সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় অবরোধ করে বিক্ষোভে সামিল তৃণমূল নেতৃত্বরা। 

    বিস্তারিত পড়ুন- Nandigram News: নন্দীগ্রামে খুন তৃণমূল নেতার ভাই, আহত আরও ১, বনধের ডাক তৃণমূলের



  • Dec 09, 2024 12:34 IST
    West Bengal News Live: বাংলাদেশে ভারতের বিদেশ সচিব

    বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকা পৌঁছেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। মিশ্রির সফর এমন  এক সময়ে হচ্ছে যখন বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর নিপীড়ন অব্যাহত রয়েছে।



  • Dec 09, 2024 11:41 IST
    West Bengal News Live: NJP-তে নামলেই ফাটাফাটি বন্দোবস্ত!

    পুরোদমে চলছে বেড়ানোর মরশুম। বেড়ানোর তালিকায় ভ্রমনপ্রিয় পর্যটকদের (Tourists) একটা বড় অংশের পছন্দ উত্তরবঙ্গ (North Bengal)। উত্তরবঙ্গের গেটওয়ে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)। NJP স্টেশনে নেমে উত্তরবঙ্গের বিভিন্ন দিকে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। এনজেপি স্টেশনের বাইরে পা দিলেই পাহাড়ের বিভিন্ন দিকে যেতে পর্যটকদের কার্যত ঘিরে ধরে গাড়িচালকরা। তবে অনেক ক্ষেত্রেই গাড়ি ভাড়া নিয়ে কম-বেশি ক্ষোভ থাকে পর্যটকদের। এবার সেই মুশকিল আসানে এগিয়ে এল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।আগামী ১৫ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ট্যাক্সি-বাস পরিষেবা।

    বিস্তারিত পড়ুন- North Bengal: এবার আরও কম খরচে পাহাড় বেড়ান, তৈরি ট্যাক্সি-বাস, NJP-তে নামলেই ফাটাফাটি বন্দোবস্ত!



  • Dec 09, 2024 11:29 IST
    West Bengal News Live: চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ ইউনূস সরকারের

    সোমবারই ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ ইউনূস সরকারের। হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে খুনের মামলা দায়ের করেছেন এনামুল হক নামের এক ব্যবসায়ী। 



  • Dec 09, 2024 11:08 IST
    West Bengal News Live: 'কাশ্মীরের 'শত্রুদের' সঙ্গে সনিয়া গান্ধীর যোগাযোগ!

    রবিবার (৮ ডিসেম্বর) ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ফের একবার কংগ্রেসকে নিশানা করে  দলের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন।  বিজেপি অভিযোগ করেছে যে সনিয়া গান্ধীর সঙ্গে জর্জ সোরোস ফাউন্ডেশনের ভাল সম্পর্ক রয়েছে। এই সংগঠনটি কাশ্মীরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করে।



  • Dec 09, 2024 10:49 IST
    West Bengal News Live: সাতসকালেই হুলস্থূল! ৪০টি স্কুলে বোমাতঙ্ক

    সাত সকালেই একের পর এক স্কুলে বোমাতঙ্ক। ডিপিএস-সহ দিল্লির প্রায় ৪০টি স্কুলে বোমাতঙ্কের জেরে ছড়িয়ে পড়ে চূড়ান্ত আতঙ্ক। এদিকে বোমাতঙ্কের জেরে তড়িঘড়ি কচিকাঁচাদের ফেরত পাঠানো। পুলিশ ও বোম্ব স্কোয়াডের সদস্যরা ইতিমধ্যে স্কুলে হাসির হয়েছেন। তল্লাশিপর্ব চলছে। আশে পাশের বাসিন্দাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। 



  • Dec 09, 2024 10:44 IST
    West Bengal News Live:বোমা বিস্ফোরণে নিহত তিন

    মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে নিহত তিন। বোমা বাঁধতে গিয়ে বিকট শব্দে রবিবার রাতে বিস্ফোরণ ঘটে মুর্শিদাবাদে সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রামে। বিস্ফোরণের তীব্রতায় একটি পাকা বাড়ির ছাদ ভেঙে পড়ে। ওই বাড়ির ভিতরে বসেই বোমা বাঁধছিল তিনজন। যদিও নিহতদের পরিবারের দাবি, তিনজনকে বোমা মেরে খুন করা হয়েছে। 



  • Dec 09, 2024 10:32 IST
    West Bengal News Live:গর্জে উঠলেন এপার বাংলার ইমাম-মুয়াজ্জিনরা

    বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর মৌলবাদীদের অত্যাচারের প্রতিবাদে সরব এপার বাংলার ইমাম-মোয়াজ্জিনরা। বাংলাদেশের পরিস্থিতির আঁচ যাতে কোনওভাবেই এপারে ছড়িয়ে না পরে সেই আবেদন জানিয়েছেন তাঁরা। কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলতে থাকা অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছেন কলকাতার ইমাম-মোয়াজ্জিনরা।

    বিস্তারিত পড়ুন- Bangladesh Crisis: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, গর্জে উঠলেন এপার বাংলার ইমাম-মুয়াজ্জিনরা



  • Dec 09, 2024 09:50 IST
    West Bengal News Live:আজ রাজভবনে মুখ্যমন্ত্রী

    আজ বিকেলে রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিভি আনন্দ বোস। সম্প্রতি রাজ্য বিধানসভায় ৬ বিধায়কের শপথবাক্য পাঠ করাতে হাজির হয়েছিলেন রাজ্যপাল। একইসঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্য়ের পাঠানো নামেই সিলমোহর দিয়েছেন বোস। এরপর মুখ্যমন্ত্রীও আগের কড়া মনোভাব থেকে সরেছেন। রাজ্যপালের চা পানের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ রাজভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 



  • Dec 09, 2024 09:44 IST
    West Bengal News Live:ভারত-বাংলাদেশ বৈঠক

    বাংলাদেশের দিকে দিকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন জারি রয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের দারুণ ধাক্কা এসেছে। এই পরিস্থিতিতে সোমবার সকালে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিব মোঃ জসিমউদ্দিনের সঙ্গে তাঁর বৈঠক হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সহ একাধিক বিষয়ে আলোচনা হবে।



  • Dec 09, 2024 09:40 IST
    West Bengal News Live:শীতে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?

    পশ্চিমী ঝঞ্ঝার দোসর নিম্নচাপ। তারই জেরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের প্রথম দিনে আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনাও রয়েছে। ফের একবার তুষারপাতের পূর্বাভাস খাওয়া অফিসের। বৃষ্টির সম্ভাবনা উত্তরের কয়েকটি জেলাতেও। জাঁকিয়ে শীত পড়বে কবে থেকে? 

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে, বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, জাঁকিয়ে শীত দিন কয়েকেই?



  • Dec 09, 2024 09:04 IST
    West Bengal News Live: তৃণমূল নেতা খুন

    খুন হলেন তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। গতকাল সন্ধেয় খুন হন নুরউদ্দিন হালদার নামে ওই তৃণমূল নেতা। একটি অন্ধকার জায়গায় তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা। তাকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    বিস্তারিত পড়ুন- TMC Leader Killed: তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন, বোমাবাজিতে জখম আরও ১



  • Dec 09, 2024 09:01 IST
    West Bengal News Live: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি

    এবার চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। ইসকনের প্রাক্তন মুখপাত্রের মুক্তির দাবি করে বাংলাদেশের মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি পাঠিয়েছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ।



Bangladesh Crisis Bangladesh Bangla News news of west bengal Bengali News news in west bengal Bengali News Today
Advertisment