scorecardresearch

কাতারে আটক আট নৌসেনা আধিকারিককে দেশে ফেরাতে তৎপর দিল্লি, দফায় দফায় আলোচনা

গত ১০ দিনে, ভারত সরকার ওই নৌবাহিনীর আধিকারিকদের মুক্তি নিয়ে কাতার সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে

Indian Navy officers detained in Qatar, Navy officers detained in Qatar, Indian Navy officers Doha, Indian Navy, Qatari Emiri Navy, Indian Navy, Ministry of External Affairs, Qatar news, India news"

আগস্টের শেষের দিক থেকে কাতারের জেলে থাকা আট প্রাক্তন ভারতীয় নৌবাহিনী আধিকারিককে মুক্তির দাবিকে জোরদার করার জন্য ভারত সরকার একজন সিনিয়র কর্মকর্তাকে দোহায় পাঠিয়েছে। কাতারে ভারতীয় নৌবাহিনীর ৮ প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। সকলেই কাতারের একটি সংস্থায় কর্মরত ছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ওই আধিকারিক অক্টোবরের শেষের দিকে দোহায় যান। গত ১০ দিনে, ভারত সরকার ওই নৌবাহিনীর আধিকারিকদের মুক্তি নিয়ে কাতার সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে কিন্তু এখনও পর্যন্ত কোন সমাধান সূত্র বের হয় নি। গত সপ্তাহেই মনে করা হচ্ছিল এই আট কর্মকর্তাকে কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে কিন্তু বাস্তবে তা হয়নি।

আরও পড়ুন: [ ভোর রাতে ভয়াবহ ভূমিকম্প নেপালে, বাড়ি ভেঙে অন্তত ৬ জনের মৃত্যু ]

তথ্য অনুযায়ী, অবসর নেওয়ার পর এই ৮ জন নৌসেনা আধিকারিক কাতারের একটি বেসরকারি কোম্পানি দাহরা গ্লোবাল টেকনোলজি অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসে কর্মরত ছিলেন। সংস্থাটি নিজেকে কাতার প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অন্যান্য সরকারি সংস্থার স্থানীয় অংশীদার হিসাবে বর্ণনা করে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Delhi sent official to doha no breakthrough so far