/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/delhi-news-1-759.jpg)
দিল্লিতে হিংসায় নিহত বেড়ে ৪৭। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
দিল্লিতে হিংসার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭। সোমবার আরও ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের চিহ্নিত করা যায়নি। এখনও পর্যন্ত জিটিবি হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৮ জনের, লোক নায়ক হাসপাতালে মৃত্যু হয়েছে ৩ জনের, জগপ্রবেশ চন্দ্র হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের, ৫ জনের মৃত্যু হয়েছে রাম মনোহন লোহিয়া হাসপাতালে।
আরও পড়ুন: ‘দিল্লি হিংসা পরিকল্পিত গণহত্যা’, বিস্ফোরক মমতা
একনজরে জেনে নিন দিল্লিতে হিংসায় নিহত ৪০ জনের নাম...
১. মুবারক আলি (৩৫)
২. অলোক তিওয়ারি (২৪)
৩. মহম্মদ ইরফান (৩২)
৪. রাহুল ঠাকুর (২৩)
৫. সুলেমান (২২)
৬. অঙ্কিত শর্মা (২৫)
৭. মহম্মদ শাহবান (২২)
৮. সঞ্জিত ঠাকুর (৩২)
৯. রতন লাল (৪২)
১০. আকবরি (৮৫)
১১. আনোয়ার (৫৮)
১২. দীনেশ কুমার (৩৫)
১৩. আমির (৩০)
১৪. হাসিম (১৭)
১৫. মুশারফ (৩৫)
১৬. বিনোদ কুমার (৫০)
১৭. বীর ভান (৪৮)
১৮. জাখির (২৬)
১৯. ইশতিয়াক খান (২৪)
২০. দীপক কুমার (৩৪)
২১. আশফাক হুসেন (২২)
২২. পরভেজ আলম (৫০)
২৩. মেহতাব (২১)
২৪. মহম্মদ ফুরকান (৩২)
২৫. রাহুল সোলাঙ্কি (২৬)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/delhi-news-death.jpg)
২৬. মুদাসির খান (৩৫)
২৭. শাহিদ আলভি (২৪)
২৮. আমন (১৭)
২৯. মহরুফ আলি (৩০)
৩০. মহম্মদ ইউসুফ (৫২)
৩১. মুবারক হুসেন (২৮)
৩২. দিলবুর নেগি (২০)
৩৩. মনিস (২১)
৩৪. বাব্বু সালমানি (৩৩)
৩৫. আয়ুব (৬০)
৩৬. ফৈজান (২৪)
৩৭. আনোয়ার কাসর (৫১)
৩৮. প্রেম সিং
৩৯. নীতিন কুমার (১৫)
৪০. মহসিন আলি (২৪)
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন