Advertisment

বুধবার সুপ্রিম কোর্টে বিজেপি নেতাদের 'উস্কানিমূলক মন্তব্যের' শুনানি

বিজেপির কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, পরবেশ শাহিব সিং এবং অভয় বর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দাঙ্গা-আক্রান্তদের কয়েকজন। গত সপ্তাহে অশান্ত হয়েছিল রাজধানী।

author-image
IE Bangla Web Desk
New Update
SC dismisses Delhi gangrape convict’s petition on mercy plea

দিল্লি হিংসার মাঝে বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যে মামলার শুনানি বুধবার শুনবে দেশের শীর্ষ আদালত। গত সপ্তাহে বিজেপি নেতাদের বিদ্বেষপূর্ণ মন্তব্যের জেরে আরও অশান্ত হয়েছিল রাজধানী। বিজেপির কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, পরবেশ শাহিব সিং এবং অভয় বর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দাঙ্গা-আক্রান্তদের কয়েকজন।

Advertisment

আরও পড়ুন: ‘আপনারা মিথ্যা বলছেন’, ‘দেশ কে গদ্দারো কো’ স্লোগান ‘অস্বীকার’ অনুরাগের

দিল্লিতে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোদদে বলেন মানুষ এটা বিশ্বাস করেন যে দেশের শীর্ষ আদালতে বিষয়টি উত্থাপন হলে দেশে দাঙ্গা থেমে যাবে। কিন্তু ভেবে দেখতে হবে যে আদালতেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিচারপতি বলেন, "সাধারণ মানুষ ভাবেন যে আদালতে বিষয়টি উঠলে আদালত সেই দাঙ্গা থামাতে সমর্থ হবে। দেখুন আমরাও শান্তি চাই। তবে বিচারের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে।" শীর্ষ আদালত আবেদনকারীদের জানিয়েছে যে, দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে। এই বিষয়ে শুনানির দিন ৪ মার্চ ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

দাঙ্গাক্রান্তদের হয়ে বর্ষীয়ান আইনজীবি কলিন গনসালভেস এই মামলাটিকে জরুরিভিত্তিতে দায়ের করেন। গনসালভেস বলেন যে সম্প্রতি দিল্লি হিংসায় প্রচুর মানুষ মারা গিয়েছেন। তা সত্ত্বেও দিল্লী হাইকোর্ট দাঙ্গা সম্পর্কিত বিষয়গুলির শুনানি চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে। গত সপ্তাহে শুনানি চলাকালীন দিল্লি হাইকোর্ট জানায় যে রাজধানীতে ১৯৮৪ সালের শিখ বিরোধী হামলার স্মৃতি ফিরিয়ে আনা হবে না।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court bjp caa
Advertisment