/indian-express-bangla/media/media_files/2025/04/23/0iz2lfm3vImeua01cnDI.jpg)
পাহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ্যে, নিহতদের শ্রদ্ধা নিবেদন অমিত শাহের
DGCA Advisory On Pahalgam Terror Attack: পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ইতিমধ্যে সন্দেহভাজনদের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের খোঁজে চলছে ম্যারাথন তল্লাশি। গতকালের জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে পাহেলগাঁওয়ে পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এর মাঝেই বড় ঘোষণা করল DGCA! কোন ভাবেই যাতে বিমানের টিকিটের দাম বাড়ানো না হয় সেব্যাপারে কঠোর নির্দেশ জারি করেছে DGCA, পাশাপাশি টিকিট ক্যানশেলেশনে কোন প্রকার চার্জ আরোপ করা হবে হবে না বলে জানানো হয়েছে DGCA-এর তরফে। গত কালের হামলার পর পর্যটকদের মধ্যে কাশ্মীর ছাড়ার হিড়িক লক্ষ্য করা গিয়েছে। DGCA-এর তরফে এই ঘোষণায় অনেকটা স্বস্তি ফিরেছে পর্যটকদের মধ্যে। শ্রীনগরে আটকে পড়া হাজার হাজার পর্যটককে যাতে দ্রুত ও নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে এই পদক্ষেপ বলেও জানানো হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফে।
প্রতিরক্ষা মন্ত্রকের বড় নির্দেশ! পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ, নিহতদের শ্রদ্ধা নিবেদন
Aftermath of Pahalgam terror attack, DGCA issues advisory to airlines over surge in pricing and waiving cancellation charges: DGCA pic.twitter.com/GHzerH1NSw
— ANI (@ANI) April 23, 2025
ডিজিসিএ ২৩শে এপ্রিল একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে বলেছে যে পাহেলগাঁওয়ে দুর্ভাগ্যজনক ঘটনার পর, পর্যটকদের নিজদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য টিকিটের অপ্রত্যাশিত চাহিদা তৈরি হয়েছে। এই বিষয়ে, ডিজিসিএ বিমান সংস্থাগুলিকে শ্রীনগর থেকে সারা দেশের বিমানের সংখ্যা জরুরি ভিত্তিতে বাড়ানোরও নির্দেশ দিয়েছে। জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার পরই তিন সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং অন্যান্য অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হামলার খবর পেয়ে গতকালই মোদীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাহেলগাঁওয়ে পৌঁছান। আজ সকালে তিনি জঙ্গ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
#WATCH | J&K | Union Home Minister Amit Shah reviews the security situation at Baisaran in Pahalgam, following yesterday's terror attack, which claimed many lives pic.twitter.com/ZIdolyvnaV
— ANI (@ANI) April 23, 2025
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই কর্মকর্তাদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। পাশাপাশি হামলার খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন। এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয়ের হামলাকারীরা খুব কাছ থেকে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের সকলের অবস্থা স্থিতিশীল বলেই শেষ পাওয়া বর অনুসারে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ ইতিমধ্যে হামলার সঙ্গে জড়িতদের একটি স্কেচ প্রকাশ করেছে। আহত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেই স্কেচগুলি তৈরি করা হয়েছে বলে জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে গতকালের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তার দাবিও তাতে জানানো হয়েছে।
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, ৪ হামলাকারীর মধ্যে ১ জন চিহ্নিত, ঘটনাস্থলে NIA
বুধবার জম্মু ও কাশ্মীর সরকার মঙ্গলবার জঙ্গি হামলায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে। গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।