নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আবার আগুন। আবারও ঘটনাস্থল একটি হাসপাতাল। ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে গলগল করে ধোঁয়া বার হতে দেখেন এলাকার মানুষজন। আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আতঙ্কে পড়িমড়ি করে রোগীরা পালানোর চেষ্টা করেন। এই ঘটনায় কয়েক জন্য সদ্যোজাত শিশু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে গর্ভবতী মহিলারাও। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে লেবার রুম।
সোমবার সকালে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের পাঁচতলার লেবার রুমে আগুন লাগে।ধোঁয়া বেরোতে দেখে বিপদ আঁচ করতে পেরে এক রোগী সতর্ক করেছিলেন নার্স, হাসপাতাল কর্মীদের। কিন্তু ততক্ষণে বিপদ শিয়রে। ধোঁয়ায় ডেকে যায় গোটা প্রসূতি বিভাগ। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। সদ্যোজাতকে কোলে নিয়েই অনেকে ওয়ার্ড থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। ভিড়ে ঠাসাঠাসি ওয়ার্ড থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন সন্তানসম্ভবারাও। কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতালের দোতলা, তিনতলা ও চারতলার বেশ কয়েকটি ঘর। মুহূর্তে আতঙ্ক ছড়ায়। শুরু হয় হুড়োহুড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের আত্মীয়দের মধ্যেও। খবর পেয়ে মূহূর্তের মধ্যে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে যায়। তার আগে অবশ্য হাসপাতালের কর্মীরাই নিজস্ব অগ্নি-নির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। বাকি কাজ নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বিশেষ বেগ পেতে হয়নি।
খবর পয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন (ফোটো- ফিরোজ আহমেদ)
আরও পড়ুন, Priya Cinema Fire Live update: প্রিয়া সিনেমায় অগ্নিকাণ্ড, তদন্তে দমকল
ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লাগার ঘটনায় চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সমস্ত রোগীকে বার করে এনে হাসপাতালের বাইরের চত্বরে রাখা হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকটি সদ্যোজাত শিশু। ঘটনার পরে প্রসূতিদের অন্য ঘরে রাখা হয়েছে।
শর্ট সার্কিট থেকেই কোনওভাবে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন দমকল কর্মীরা। (ফোটো- ফিরোজ আহমেদ)
এর আগে আমরি হাসপাতালে আগুনের ভয়াবহ রূপ দেখেছেন রাজ্যবাসী। আগুন লেগেছিল বহরমপুর হাসপাতালেও। ফলে, এখন কোনও হাসপাতালে সামান্য ধোঁয়া দেখা গেলেই আগুনের মতই দ্রুত ছড়িয়ে পড়ছে আতঙ্ক। হাসপাতালে কী ভাবে আগুন লাগল তা তদন্ত করা হচ্ছে।