scorecardresearch

চাকরি খুইয়ে মাথায় হাত, হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা, মন্দার জেরে নাজেহাল Disney 

‘এন্টারটেনমেন্ট জায়ান্ট’ ওয়াল্ট ডিজনি লিমিটেড আর্থিক মন্দায় নাস্তানাবুদ

Disney Company, Disney jobs, Disney employees, Disney jobs cut, Disney employees lay off, Disney headquarters, Disney values, Disney channel, Disney world, Disney CEO Bob Iger, Disney cost cutting, Disney ceo, Disney industry, JOBS LAY OFFS, WALt disney company, disney job cuts lay offs"

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি লিমিটেড। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৭ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছেন সংস্থার ডিরেক্টর বব ইগার। ক্রমেই চওড়া হচ্ছে আর্থিক মন্দার জের। একের পর এক বড় সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। সেই তালিকায় এবার যুক্ত হল বিনোদন জায়ান্ট ডিজনিও। বুধবারই সংস্থার তরফে জারি করা এক বিবৃতিতে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে।

কোম্পানির ডিরেক্টর বব ইগার বলেন, ‘আমি এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বজুড়ে আমাদের কর্মীদের প্রতিভাকে আমি অত্যন্ত সম্মান ও প্রশংসা করি’। প্রথমবারের মতো একবারে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে সংস্থা।

২০২১-২০২২বার্ষিক প্রতিবেদন অনুসারে, উল্লিখিত বছরে ২রা অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী ১৯০,০০০ লোককে নিযুক্ত করেছে সংস্থা, যাদের মধ্যে ৮০ শতাংশই ছিল পূর্ণকালীন সময়ের। স্ট্রিমিং পরিষেবা সংস্থা আরও জানিয়েছে  গত ত্রৈমাসিকে প্রথমবারের মতো সংস্থা গ্রাহক সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়ে সংস্থায়।

আরও পড়ুন: [ টুইটার বিভ্রাট! সমস্যায় কোটি কোটি ইউজার ]

ইগার, যিনি প্রায় দুই দশক ধরে কোম্পানির পরিচালনার দায়িত্ব সামলেছেন  ২০২০ সালে সিইও পদ থেকে পদত্যাগ করেন, পরিচালনা পর্ষদ বব চ্যাপেককে সরিয়ে সম্প্রতি তাকে আবার ফিরিয়ে আনে। খরচের লাগাম টানতে সিইও হিসেবে ইগারের নতুন মেয়াদ বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। কোম্পানিটি এখন প্ল্যান বি-তে কাজ করছে। সংস্থাটি জানিয়েছে, এটিতে আবার পুনর্গঠনের প্রক্রিয়া যুক্ত করা হয়েছে । যাতে খরচ ও আয় আগের পর্যায়ে নিয়ে যাওয়া যায়।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Disney to lay off 7000 employees to cut costs reward shareholders for companys transformation