Advertisment

PM Modi Dominica honour: ভারতের সাহায্যে আপ্লুত! সর্বোচ্চ সম্মানে সম্মানিত মোদী

PM Modi Dominica honour: কমনওয়েলথ অব ডমিনিকা কোভিড ১৯ মহামারী চলাকালীন দেশকে সাহায্য করার জন্য এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
modi.

ভারতের সাহায্যে আপ্লুত! মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মানের ঘোষণা

PM Modi Dominica honour: ‘ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মানে সম্মানিত হতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। করোনাকালীন সময়ে ত্রাতা হয়ে উঠেছিল ভারত। এগিয়ে দিয়েছিল সাহায্যের হাত। ভারতের কাছ থেকে সে সময় যে সহযোগিতা পেয়েছিল তার কৃতজ্ঞতা স্বরূপ 'কমনওয়েলথ অব ডমিনিকা' মোদীর হাতে এই সর্বোচ্চ সম্মান প্রদানের কথা ঘোষণা করেছে। এক বিবৃতিতে ডমিনিকা জানিয়েছে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে সম্মান প্রদানের কথা ঘোষণা করা হয়েছে তা কেবল ভারত এবং ডোমিনিকা-র মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার প্রতীক নয়, বিশ্ব মহামারীর কঠিন সময়ে ভারতের সাহায্যের স্বীকৃতিও'।

Advertisment

বুলডোজার নীতি নিয়ে ঐতিহাসিক রায়, নির্দেশে কী জানাল সুপ্রিম কোর্ট?

কমনওয়েলথ অব ডমিনিকা কোভিড ১৯ মহামারী চলাকালীন দেশকে সাহায্য করার জন্য এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ডমিনিকা-র সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার’-য়ে ভূষিত করা হবে প্রধানমন্ত্রী মোদীকে। 

ডোমিনিকার প্রধানমন্ত্রীর কার্যালয় তার বিবৃতিতে বলেছে,কোভিড -১৯ মহামারী চলাকালীন ডোমিনিকা প্রাপ্ত ভারতীয় সমর্থনের জন্য কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার প্রতীক হিসাবে এবং বিশ্ব মহামারীর কঠিন সময়ে ভারতের সহযোগিতার স্বীকৃতিও স্বরূপ এই পুরস্কার প্রদান করা হবে।

রাজ্যের ১৫ জেলায় ট্যাব কেলেঙ্কারি, বেপরোয়া গাড়ি চালালে খুনের মামলা, কেমন আছেন জ্যোতিপ্রিয়?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ২০২১ সালের ফেব্রুয়ারিতে COVID-19 মহামারীর সময় ডমিনিকাকে  AstraZeneca কোভিড ভ্যাকসিনের ৭০,০০০ ডোজ সরবরাহ করেছিল। যার লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশগুলিকে  মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করা।  

আসন্ন ভারত-ক্যারিকম (ক্যারিবিয়ান সম্প্রদায়) শীর্ষ সম্মেলনে ডোমিনিকান প্রেসিডেন্ট সিলভানি বার্টন প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ এই সম্মান প্রদান করবেন। ১৯ থেকে ২১ নভেম্বর গায়ানার জর্জটাউনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই মোদীর হাতে এই সম্মান তুলে দেবেন সেদেশের প্রেসিডেন্ট । প্রধানমন্ত্রী রুজভেল্ট আরও বলেছেন, 'আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক জোরদার করতে উন্মুখ'। ডমিনিকার স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু আইটি সহ সব ক্ষেত্রে ভারত যেভাবে ভরসা জোগাচ্ছে, তার স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এই সম্মান।   

modi
Advertisment