/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/Drowning.jpg)
News in West Bengal Live: রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবর।
Latest West Bengal News Live Updates: শুক্রবার সকাল থেকে দিনভর রাজ্য তথা দেশের সব বড় খবরের আপডেট পড়ুন লাইভে। আজ দিনভর কোথায় কী হল, কী হচ্ছে আর কী হবে সমস্ত আপডেট পেয়ে যান এক ক্লিকে। রাজ্যে ট্যাব কেলেঙ্কারি নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
লটারি প্রতারণা মামলার তদন্তে নেমে বৃহস্পতিবারও দিকে দিকে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকেও জোরদার তৎপরতার সঙ্গে অভিযানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
হই হই কাণ্ড হাওড়া স্টেশনে। ট্রেনের কামরায় উঠে তল্লাশি আরপিএফ-এর। বিপুল পরিমাণে সোনা-রূপোর গয়নার পাশাপাশি নগদ টাকা উদ্ধার করেছে RPF। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
-
Nov 15, 2024 17:39 IST
West Bengal News Live: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ কিশোর
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে গঙ্গায় স্নান করতে গিয়ে বিপত্তি। তলিয়ে গেল চার কিশোর। প্রত্যেকেই স্কুলপড়ুয়া। চার নাবালকের মধ্যে দু’জন একই পরিবারের।
-
Nov 15, 2024 16:15 IST
Pm Modi News: মোদীর বিমানে যান্ত্রিক গোলোযোগ
দেওঘরে আটকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই দিল্লি ফেরার পথে তাঁর বিমানে গোলোযোগ দেখা দেয়।
-
Nov 15, 2024 15:32 IST
ট্যাব দুর্নীতি নিয়ে মুখ খুললেন মমতা, কী বললেন?
ট্যাব কাণ্ডে প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার। অবশেষে ট্যাব দুর্নীতি কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে তার কাজ করতে দেওয়ার পাশাপাশি দুর্নীতি ইস্যুতে 'রাফ অ্যান্ড টাফ' মমতা সরকার। এদিন উত্তরবঙ্গ সফর থেকে কলকাতা ফেরার সময় বাগডোগরা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ট্যাব কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। যে সকল পড়ুয়া এখনো ট্যাবের টাকা পায়নি, তারা সেই টাকা পেয়ে যাবে বলেও এদিন আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
-
Nov 15, 2024 15:24 IST
বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষে মমতা
আদিবাসীদের সংগ্রাম ভারতবর্ষে ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বিরসা মুন্ডা। আজ এই আদিবাসী নেতার বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষে মমতা.
বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে রাজ্য আদিবাসী উন্নয়ন দফতরের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউটাউন এর আদিবাসী ভবনে রাজ্য আদিবাসী উন্নয়ন দফতরের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Nov 15, 2024 14:42 IST
ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ৬ পড়ুয়ার
এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক যুবককে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
Nov 15, 2024 12:48 IST
West Bengal News Live:কলকাতায় ফের টাকার 'পাহাড়'!
লটারি প্রতারণা মামলায় কলকাতায় দুরন্ত অভিযানে ED। দক্ষিণ কলকাতায় একটি আবাসনে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। ওই আবাসনের একটি ফ্ল্যাট থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। বিপুল পরিমাণ সেই টাকার পরিমাণ কত? তা জানতে ব্যাঙ্ক থেকে টাকা গোণার যন্ত্র আনিয়েছেন ইডি-র আধিকারিকরা।
-
Nov 15, 2024 12:29 IST
Delhi Pollution: দিল্লির বাতাসে 'বিষ'! জারি নয়া নিয়ম
বিষাক্ত হয়ে উঠছে দিল্লির বাতাস। ইতিমধ্যে, দিল্লিতে সকাল ৮টা থেকেই কার্যকর হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩। ইতিমধ্যে দিল্লিতে AQI ৪৫০ পেরিয়েছে।
-
Nov 15, 2024 12:16 IST
West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার একাধিক স্কুলে ট্যাব দুর্নীতি
দক্ষিণ ২৪ পরগনার সাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। সাগর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ৩১ পড়ুয়ার মোট তিন লক্ষ দশ হাজার টাকা ঢুকেছে বিহারের কিষাণগঞ্জের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইতিমধ্যে অর্ধেকের বেশি টাকা তুলেও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
-
Nov 15, 2024 11:42 IST
Local Train Service Disrupted : হাওড়া-শিয়ালদা দুই শাখাতেই বিরাট ভোগান্তি
বেশিরভাগ সরকারি অফিস ছুটি থাকলেও খোলা রয়েছে বেসরকারি অফিস-কাছাড়ি। সপ্তাহের শেষ দিনে কাজে বেরিয়ে সাতসকালে চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা।
পড়ুন বিস্তারিত- হাওড়া-শিয়ালদা দুই শাখাতেই বিরাট ভোগান্তি
-
Nov 15, 2024 11:32 IST
West Bengal News Live: সাতসকালে কলকাতায় মৃতদেহ উদ্ধার
সাতসকালে শহর কলকাতায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ময়দান এলাকায় ফুটপাতে ড্রেনের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রাই ফুটপাতে পড়ে থাকতে দেখেন ওই প্রৌঢ়ের দেহ।
-
Nov 15, 2024 11:04 IST
আজ ব্যাঙ্ক বন্ধ?
আজ গুরু নানক জয়ন্তী। গুরু নানক জয়ন্তী শিখ সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব। কোন কোন রাজ্যে আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে? দেখে নিন RBI-এর তালিকা।
-
Nov 15, 2024 10:25 IST
PM Modi News: মোদীকে সর্বোচ্চ সম্মান
‘ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মানে সম্মানিত হতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। করোনাকালীন সময়ে ত্রাতা হয়ে উঠেছিল ভারত। এগিয়ে দিয়েছিল সাহায্যের হাত। ভারতের কাছ থেকে সে সময় যে সহযোগিতা পেয়েছিল তার কৃতজ্ঞতা স্বরূপ 'কমনওয়েলথ অব ডমিনিকা' মোদীর হাতে এই সর্বোচ্চ সম্মান প্রদানের কথা ঘোষণা করেছে।
আরও পড়ুন - মোদীকে সর্বোচ্চ সম্মান
-
Nov 15, 2024 10:21 IST
West Bengal News Live: সকাল থেকে রেল অবরোধ
লোকাল ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করার প্রতিবাদ। শুভ সকাল থেকে শুরু হয়ে যায় উত্তর ২৪ পরগনা অশোকনগর রোড স্টেশনে। ব্যস্ত সময় অবরোধের জেরে বনগাঁ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। ওই শাকারীকাদিক স্টেশনে ডাউন ও অফলাইনে দাঁড়িয়ে যায় পরপর ট্রেন। চূড়ান্ত বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীদের।
-
Nov 15, 2024 09:52 IST
West Bengal News Live:স্বাস্থ্য দফতর 'সাফাই'-এ সুর আরও চড়া
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে চিকিৎসক সংগঠনগুলো। অভয়া-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতেও পথে রয়েছেন চিকিৎসক ও সাধারণ মানুষ। এদিকে রাজ্য স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য এখনও বেহাল বলে মনে করছে চিকিৎসক সংগঠনগুলো। তাঁদের যৌথ মঞ্চ একাধিকবার পথে নেমেছে, স্মারকলিপি জমা দিয়েছে সরকারের কাছে।
আরও পড়ুন- Doctor's Protest: আরজি কর আন্দোলন জারি রেখেই স্বাস্থ্য দফতর 'সাফাই'-এ সুর আরও চড়া
-
Nov 15, 2024 09:29 IST
West Bengal News Live:দক্ষিণ ২৪ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারি
দক্ষিণ ২৪ পরগনার সাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। সাগর থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ জানিতে পেরেছে ৩১ পড়ুয়ার মোট তিন লক্ষ দশ হাজার টাকা ঢুকেছে বিহারের কিষাণগঞ্জের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইতিমধ্যে অর্ধেকের বেশি টাকা তুলেও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট বলেন, “পুলিশ প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আশা করি অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে।”
-
Nov 15, 2024 09:27 IST
West Bengal News Live:মিড-ডে মিলের চাল চুরি!
মালদার একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিলের চাল চুরি এবং আর্থিক দুর্নীতির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ওই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়রা মালদার ইংরেজবাজার থানায় এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
-
Nov 15, 2024 09:26 IST
West Bengal News Live: জাঁকিয়ে শীত কবে থেকে?
এখনই এই ব্যাপারে স্পষ্ট করে দিনক্ষণের উল্লেখ করেনি আবহাওয়া দফতর। তবে পরিস্থিতি কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ শহরাঞ্চলের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছে। চলতি নভেম্বর মাসের শেষের দিকেই জেলাগুলির তাপমাত্রা আরও বেশ খানিকটা কমে যাবে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী সপ্তাহ থেকেই ঠান্ডার দাপট আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন- West Bengal Weather Update: জমাটি শীত কবে থেকে? জাঁকিয়ে ঠাণ্ডা আনতে অসময়ের বৃষ্টিই করবে বাজিমাত?
-
Nov 15, 2024 08:53 IST
West Bengal News Live: রেষারেষি করে গাড়ি চালালে খুনের মামলা
রেষারেষি করে গাড়ি চালালে এবার কঠিন পদক্ষেপের ভাবনা রাজ্য সরকারের। গাড়ি চলাচলে রেষারেষি বন্ধে ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা করে ফেলেছে পরিবহন দফতর। জানা গিয়েছে, এবার থেকে রেষারেষি করে গাড়ি চালালে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে খুনের মামলা পর্যন্ত রুজু হতে পারে।