ভারতে আসার আগে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে অসন্তোষ ব্যক্ত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে, মোদীর আতিথেয়তায় তা উধাও। মঙ্গলবার হায়দরাবাদ হাউজে মোদী-ট্রাম্প বৈঠক হয়। সেখানেই ভারত-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা থেকে বাণিজ্য সহ অন্যান্য চুক্তি সাক্ষরিত হয়েছে। ভবিষ্যতে এই দুই দেশের মধ্যে আরও বৃহৎ বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিম প্রেসিডেন্ট।
সর্বাঙ্গীন বাণিজ্য চুক্তির পক্ষে সহমত পোষণ করেছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্য এবং মুক্ত বাণিজ্য পক্ষে কাজ করবে দুই দেশ। প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতকে ২৪ এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টার্স এবং ৬টি এএইচ-৬৪ই অ্যাপাচে বিক্রি করবে আমেরিকা। সেনা বাহিনীর জন্য মোট ৩০০ কোটি ডলার মূল্যের হেলিকপ্টার আমেরিকার থেকে ভারত কিনবে।'
আরও পড়ুন: বিশ্ব সন্ত্রাস-বাণিজ্য নিয়ে ট্রাম্প-মোদী’র কথা
এছাড়াও প্রেসিডেন্ট বলেন, 'গত দু’দিন, বিশেষ করে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে যে ভাবে আমাকে আপনারা স্বাগত জানিয়েছেন, সেটা আমার কাছে বিরাট সম্মানের। এই সফর অসাধারণ ও সদর্থক। উভয় রাষ্ট্রের ক্ষেত্রেই এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। '
প্রধানমন্ত্রী মোদী জানান, ‘প্রতিরক্ষা থেকে বাণিজ্য, তথ্য-প্রযুক্তি, শক্তি সহ নানা বিষয়ে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বানিজ্য চুক্তিকে আইনী মোড়কে পেশ করা হবে। বৃহৎ বাণিজ্য চুক্তির বিষয়ে আমরা আলোচনা চালাচ্ছি।’
বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবিলার কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট বলেন, 'ইসলামিক সন্ত্রাবাদের বিরুদ্ধে একযোগে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
হায়দরাবাদ হাউজে এই বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনে যান সস্ত্রীক ট্রাম্প। প্রধানমন্ত্রী তাঁদের স্বাগত জানান। নিরাপত্তাবাহিনীর তিন বিভাগের তরফে মার্কিন প্রেসিডেন্টকে গার্ড অফ অর্নার দেওয়া হয়। এদিন সকালে প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ট্রাম্প দম্পতি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন