ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বললেও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন না ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘সিএএ নিয়ে কিছু বলতে চাই না। আশা করছি, মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে’’। উল্লেখ্য, ট্রাম্পের ভারত সফরের মধ্যেই সিএএ-কে ঘিরে জ্বলছে দিল্লি।
‘ধর্মীয় স্বাধনীতা যাতে সকলে পান, সেই কাজই করছেন মোদী’, বৈঠক শেষে এমনটাই জানালেন ট্রাম্প। পাশাপাশি তাঁর সফরের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে, তবে এ নিয়ে তাঁর ‘বন্ধু’ মোদীর সঙ্গে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ধর্মীয় স্বাধীনতা নিয়ে ঠিক কী বলেছেন ট্রাম্প?
এ প্রসঙ্গে এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ধর্মীয় স্বাধনীতা নিয়ে মোদীর সঙ্গে কথা হয়েছে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারত ভাল কাজ করছে। সবাই যাতে ধর্মীয় স্বাধীনতা পান, সেই কাজই করছেন মোদী’’। এরপরই দিল্লিতে অশান্তির ঘটনা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘ব্যক্তিগত হিংসার কথা শুনেছি। তবে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়’’।
আরও পড়ুন: ‘অসাধারণ ও সদর্থক’, ভারত সফর প্রসঙ্গে বললেন ট্রাম্প
#WATCH US President on Delhi violence & CAA: PM said he wants people to have religious freedom. I heard about individual attacks but I did not discuss it. It is up to India. pic.twitter.com/tk0LOOo1lJ
— ANI (@ANI) February 25, 2020
আরও পড়ুন: অশান্তির আগুনে জ্বলছে দিল্লি, মৃত বেড়ে ৯
উল্লেখ্য, ভারতে আসার আগেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল, ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে যেভাবে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে, এই আবহে এ বিষয়ে ট্রাম্পের আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করেছিল কূটনৈতিক মহলের একাংশ। তবে এ ইস্যুতে এদিন মোদীর যেভাবে দরাজ প্রশংসা করলেন ট্রাম্প, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন