Saif Ali Khan Attack News: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল হামলাকারীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে দাবি, প্রায় সাত মাস আগে মেঘালয়ের কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে ডাউকি নদী পেরিয়ে ভারতে প্রবেশ করেন শরিফুল ইসলাম শেহাজাদ। তার পর চলে আসেন পশ্চিমবঙ্গে। রাজ্যের বেশ কয়েকটি জেলা ঘুরে কয়েক সপ্তাহ কাটিয়ে দেন এবং একটি সিম কার্ড পেতে সেখানকার বাসিন্দার একটি আধার কার্ড ব্যবহার করেছিলেন তিনি। এরপর চাকরির সন্ধানে মুম্বই চলে যান।
পুলিশের দাবি, কয়েক সপ্তাহ পশ্চিমবঙ্গে থেকে আধার কার্ড তৈরির চেষ্টা করেছিলেন শরিফুল ওরফে বিজয় দাস। তবে সে চেষ্টা তাঁর সফল হয়নি। এরপর একটি ভারতীয় সিমকার্ড কেনেন তিনি। পুলিশের দাবি, পশ্চিমবঙ্গের এক মহিলার নামে ওই সিমকার্ড হাতে পান শরিফুল। মুম্বইয়ে গিয়ে একের পর এক কাজের সন্ধান করতে থাকেন। সেখানেই কাজের সন্ধান করতেন যেখানে নাগরিকত্বের প্রমাণের কোনও নথি দরকার হত না। অমিত পাণ্ডে নামে এক ঠিকাদার এই কাজে তাঁকে সাহায্য করেন।
একটি প্রাথমিক তদন্তে পাওয়া গেছে যে অভিযুক্তের দ্বারা ব্যবহৃত সিম কার্ডটি পশ্চিমবঙ্গের 'খুকুমনি জাহাঙ্গির সেখ'-এর নামে নথিভুক্ত করা হয়েছিল। যাঁর আধার কার্ড তিনি এটি সংগ্রহ করতে ব্যবহার করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, পুলিশ সূত্র জানিয়েছে।
সূত্রমতে, শরিফুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, তিনি বাংলাদেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর দুই ভাই আছে এবং চাকরির সন্ধানে ভারতে এসেছেন। তিনি দাবি করেন যে, ভারতে প্রবেশের জন্য মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তের ডাউকি নদী পার হয়েছিলেন। ভারতে, তিনি বিজয় দাস নামে একটি জাল পরিচয় ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন চুরি নাকি খুন? কেন সইফ আলি খানের বাড়িতে ঢুকল বাংলাদেশি? মুম্বই পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম প্রথমে দাবি করেন যে তিনি কলকাতার বাসিন্দা, পুলিশ জানিয়েছে। পুলিশ তাঁর স্মার্টফোনে তল্লাশি চালিয়ে বাংলাদেশের নম্বরে বেশ কয়েকটি কল দেখতে পায়। তিনি বাংলাদেশে তাঁর পরিবারের সদস্যদের কল করার জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করেছিলেন, পুলিশ সূত্র জানিয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, সইফ আলি খানের আবাসনে ঢোকার আগে শরিফুল ইসলাম বলিউডের আরেক সুপারস্টারের পাশের একটি বাংলোতে প্রবেশের ব্যর্থ চেষ্টা করেন। সেখানে কুকুরেরা ঘেউ ঘেউ করলে তিনি পালিয়ে যান। অনুপ্রবেশের চেষ্টা কিছু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল, তবে ভিজ্যুয়ালগুলি খুব স্পষ্ট নয়, সূত্র জানিয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন আধিকারিক জানান, এ বিষয়ে তাঁরা কোনও অভিযোগ পাননি।