Advertisment

'জনপ্রিয়তায় আমিই শীর্ষে, মোদী ২ নম্বরে', দাবি ট্রাম্পের

জনপ্রিয়তার নিরিখে তিনিই এক নম্বরে। ফেসবুকের উল্লেখ করে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্প।

জনপ্রিয়তার নিরিখে তিনিই এক নম্বরে। ফেসবুকের উল্লেখ করে সেই দাবিই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছে, 'আমি মনে করি এটা একটা বড় সম্মান। মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২ নম্বরে রয়েছেন। আসলে, আমি আগামী দুই সপ্তাহের মধ্যে মধ্যেই ভারতে যাচ্ছি। তাই এই সফরের জন্যে দিন গুণছি এখন"।

Advertisment

দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বৈঠক চলাকালীন সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, 'ফেসবুকে আমিই এক নম্বর। জানেন দু'নম্বরে কে রয়েছেন? ভারতের মোদী।' ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ স্বয়ং তাঁকে এই খবর জানিয়েছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী ২৪ ফেব্রুয়ারি দু’দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লির পাশাপাশি আমেদাবাদে অনুষ্ঠানে মোদী-ট্রাম্পকে একসঙ্গে দেখা যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে আশাবাদী মোদী সরকার। এদেশে মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে। ভারত সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। গত বুধবার সাংবাদিকদের তিনি বলেছেন, “মোদী দারুণ ব্যক্তিত্ব। এই সফরের জন্য মুখিয়ে রয়েছি। এ মাসের শেষেই ভারতে যাব।” তিনি ইঙ্গিত দিয়েছেন এই সফরে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি সাক্ষর হতে পারে।

আরও পড়ুন: গুজরাটে ৭০ লাখ জনতার ভিড়ের খবরেই চমকে গেলেন ট্রাম্প

আমেবাদের মোতেরা স্টেডিয়ামে মোদী-ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘জানেন, এটাই বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। যা মোদী বানাচ্ছেন। তিনি জানিয়েছেন আমেদাবাদে আমাকে অভ্যর্থনা জানাতে কয়েক লক্ষ মানুষ হাজির থাকবেন।’ এরপরই কৌতুকের সঙ্গে তিনি বলেন, ‘আমার একটি জনসভায় যেখানে ৪০-৫০ হাজার লোক হয়, সেখানে ভারতের স্টেডিয়ামে ৫০-৭০ লক্ষ মানুষ ভিড় করবেন, এত মানুষের ভিড় ভাবতেই অস্বস্তি লাগছে।’

আরও পড়ুন: ব্রিটিশ মন্ত্রিসভায় এবার নারায়ণ মূর্তির জামাই

পরে প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, ‘সস্ত্রীক ট্রাম্প ভারতে আসায় দারুন খুশি। তাঁদের মনে রাখার মত অভ্যর্থনা জানানো হবে। ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে পেসিডেন্ট ট্রাম্পের এই সফর অত্যন্ত তাৎপর্যবাহী।’

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump PM Narendra Modi
Advertisment