Advertisment

চিনকে রুখতে মরিয়া আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বাজেট বরাদ্দ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের জন্য ১.৫ বিলিয়ম মার্কিন ডলার বাজেট বরাদ্দ করল আমেরিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের জন্য ১.৫ বিলিয়ম মার্কিন ডলার বাজেট বরাদ্দ করল আমেরিকা। বৈদেশিক সাহায্য গত অর্থবছরের ৫ হাজার ৫৭০ কোটি ডলার থেকে কমিয়ে নতুন অর্থবছরে করা হয়েছে, ৪ হাজার ৪১০ কোটি ডলার। তার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই বরাদ্দ যথেষ্ট তাৎপর্যবাহী। মনে করা হচ্ছে, ওই অঞ্চলে চিন ও রাশিয়ার প্রভাব রুখতেই হোয়াইহাউসের এই পদক্ষেপ।

Advertisment

আমেরিকায় চলতি বছরের ১ অক্টোবর থেকে অর্থবছরের শুরু এবং শেষ ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরে। ট্রাম্প গতবছরই তার বাজেট প্রস্তাবে বৈদেশিক সাহায্য কমাতে চেয়েছিলেন।কিন্তু কংগ্রেসের তীব্র বিরোধিতার কারণে সফল হতে পারেননি।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারত সফরে ট্রাম্প

হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, 'বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই অঞ্চলে বসবাস করেন। এছাড়া, ক্রমবর্ধমান দ্রুত অর্থনীতি সম্পন্ন ইন্দো-প্যাসিফিকের ভবিষ্যত মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতির স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।' পাশাপাশি বলা হয়েছে, চিনা প্রবাব মুক্ত করতেই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বাজেটে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বরাদ্দ করা হয়েছে। হোয়াইটহাউস মনে করছে এই অর্থ সাহায্য়ের ফলে সেখানকার গণতন্ত্র রক্ষা কর্মসূচি যেমন পোক্ত হবে, তেমনই , নিরাপত্তা জোরদার ও আর্থিক উন্নয়নের ক্ষেত্রেও সহায়ক হবে।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্বে বারংবার হস্তক্ষেপ আমেরিকা। পেন্টাগন বারংবার এই অভিযোগ করছে। বেজিং-এর সড়ক নির্মাণ প্রকল্পেই তার প্রমাণ মিলছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। তাই ওই অঞ্চলে চিনা প্রভাব কমাতে মরিয়া চিন। বাজেট বরাদ্দে যার ছাপ স্পষ্ট।

Read the full story in English

Donald Trump
Advertisment