Advertisment

Donald Trump's Victory: ভাতা ছাড়াও বিনোদন বাবদ খরচ লাখ লাখ টাকা, মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক আয়ের পরিমাণে আঁতকে উঠবেন

Donald Trump's Victory : যেহেতু আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত, তাই এখানকার প্রেসিডেন্ট কত বেতন পান তা জানতে আগ্রহী সকলেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Donald Trump's salary

ডোনাল্ড ট্রাম্প?

Donald Trump's Victory: বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। এখন সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সামনে এসেছে। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট কে হবেন? কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? এনিয়ে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। গোটা বিশ্বের নজর ছিল মার্কিন প্রেসিডেন্ট ফলাফলের দিকে। 

Advertisment

ম্যাজিক ফিগার অতিক্রম করে হোয়াইট হাইস দখলের পথে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বের একজন ক্ষমতাবান ব্যক্তি হিসেবে মানা হয়। জানেন কী, যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির বেতন বার্ষিক ৩.৩৬ কোটি টাকা ($4.4 লাখ)। তবে এর সঙ্গে অন্যান্য ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা বিনামূল্যে পেয়ে থাকেন মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে মনে করা হয়। যে কারণে মার্কিন প্রেসিডেন্টকে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়। আমেরিকায় নতুন প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতির মেয়াদ ৪ বছর। এবার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের মধ্যে হয় সেয়ানে সেয়ানে লড়াই। যদিও লড়াই শেষে শেষ হাসি হাসলেন ডোলান্ড ট্রাম্প।

পরপর দু'দিন পিছোল আরজি কর মামলার শুনানি, পরবর্তী শুনানির দিনক্ষণ জানাল শীর্ষ আদালত

কত বেতন পাবেন ডোনাল্ড ট্রাম্প?
যেহেতু আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত, তাই এখানকার প্রেসিডেন্ট কত বেতন পান তা জানতে আগ্রহী সকলেই। বেতনের পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্টকে বিনোদন, ও অন্যান্য ভাতা   অর্থ প্রদান করা হয়। প্রথমবার হোয়াইট হাউসে প্রবেশের সময়, বিনোদন ব্যয়ের পাশাপাশি অন্যান্য ভাতাও প্রদান করার রীতি প্রচলিত আছে। 

মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক আয়
বেতন: ৩.৩৬ কোটি টাকা ($4.4 লাখ)
খরচের জন্য বার্ষিক অতিরিক্ত ভাতা: ৪২ লক্ষ টাকা (50000 হাজার ডলার)
বিনোদন এবং ভ্রমণের জন্য খরচ : ৮৪ লক্ষ এবং ১৬ লক্ষ টাকা। 

অন্যান্য সকল সুবিধাও বিনামূল্যে
বার্ষিক বেতন-ভাতার পাশাপাশি হোয়াইট হাউসে সব সুযোগ-সুবিধা পান আমেরিকার প্রেসিডেন্ট। এর সাথে তারা অন্যান্য দেশে ভ্রমণ/ভ্রমণের জন্য একটি লিমুজিন গাড়ি, একটি মেরিন হেলিকপ্টার এবং এয়ার ফোর্স ওয়ান নামে একটি বিমান। এর পাশাপাশি তাঁর নিরাপত্তার খাতেও বিপূল অর্থ বরাদ্দ করা হয়। 

আমেরিকায় রাষ্ট্রপতির বেতন শেষবার বৃদ্ধি করা হয়েছিল যখন জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় ছিলেন। এর আগে আমেরিকায় রাষ্ট্রপতির বেতন ছিল $200,000। আমেরিকায়, ১৭৮৯ সালের পরে, ১৮৭৩, ১৯০৯, ১৯৪৯, ১৯৬৯ এবং ২০০১ সালে বেতন বৃদ্ধি করা হয়েছিল।

Donald Trump
Advertisment