Advertisment

Supreme Court On R G Kar: পরপর দু'দিন পিছোল আরজি কর মামলার শুনানি, পরবর্তী শুনানির দিনক্ষণ জানাল শীর্ষ আদালত

Supreme Court On R G Kar: গতকালের পর আজও আরজি কর মামলার শুনানি হল না। স্বভাবতই হতাশার সুর সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের গলায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Supreme Court On R G Kar

ফের আজ সুপ্রিম শুনানি, দ্রুত ন্যায়বিচারে নজর গোটা দেশের

Supreme Court On R G Kar: ফের পিছিয়ে গেল সুপ্রিম শুনানি। আজ বিকেল তিনটে নাগাদ শুনানির কথা থাকলেও তা হচ্ছে না বলেই জানিয়ে দেন প্রধান বিচারপতি। আগামীকাল হবে এই মামলার শুনানি।

Advertisment

গতকাল পিছিয়ে যাওয়ার পর ফের একবার পিছোল আরজি কর মামলার শুনানি। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গতকাল সুপ্রিম কোর্টে অন্যান্য মামলা দীর্ঘায়িত হওয়ার কারণে ও প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কিছু পুর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় পিছিয়ে যায় আরজি কর মামলার শুনানি। আজ বিকেল তিনটেয় শুনানির কথা থাকলেও বিকেল চারটে নাগাদ প্রধান বিচারপতি জানান আগামীকাল অর্থাৎ ৭ নভেম্বর আরজি কর মামলার শুনানি হবে। 

আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি থাকলেও তা হয়নি। গতকাল এই মামলার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। গতকালের পর আজ দুপুর তিনটেয় আরজি কর মামলার শুনানির কথা থাকলেও তা পিছিয়ে যায়। আগামীকাল প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে হবে এই মামলার শুনানি। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচাপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।

আচমকা পরপর মৃত্যু গ্রামে, বাড়ি-বাড়ি অসুস্থতা! ঘুম উড়েছে প্রশাসনেরও! সন্দেহ কীসে জানেন?

গোটা দেশের নজর আজ আরজি কর মামলার শুনানির দিকে। কী ভাবে সিভিক নিয়োগ সেই বিষয়ে আগামীকাল হলফনামা দেবে রাজ্য সরকার। পাশাপাশি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে তা-ও আদালতে জানানোর কথা রাজ্য সরকারের। এর আগে সিভিক নিয়োগে ৬ দফা প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। এদিকে আরজি কর তদন্ত কতদূর এগোল মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া কথা সিবিআইয়ের। পাশাপাশি সিভিক নিয়োগে সুপ্রিম কোর্টের ৬ দফা প্রশ্নের উত্তর দেবে রাজ্য।

বাম আমলের মন্ত্রী আবদুস সাত্তারকে মুখ্য উপদেষ্টা করলেন মমতা, 'তৃণমূল-মার্কসিস্ট কম্বো' তোপ শুভেন্দুর

কেটে গিয়েছে ৮৭ দিন। মেলেনি ন্যায়বিচার। আরজি কর মামলার মূল অপরাধী হিসাবে ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। মামলার তদন্তে আর কী উঠে এসেছে? তথ্য প্রমাণ লোপাটে কে কে জড়িত? শুধুই কী সঞ্জয় রায় একা নাকি আরও অন্য কেউ? এসবের প্রশ্নের উত্তর আগামীকাল মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টের পেশ করার কথা সিবিআইয়ের। গোটা দেশের নজর এই শুনানির দিকে। 

RGKar medical college & hospital supreme court
Advertisment