দেশজুড়ে তৃতীয় ঢেউয়ের ধাক্কায় যখন ঊর্ধ্বমুখী সংক্রমণ। তখনই বিপরীত চিত্র মুম্বইয়ে। বাণিজ্য নগরীতে দৈনিক সংক্রমণ অনেকটাই কমল মঙ্গলবার। একধাক্কায় কমে সেটা দাঁড়াল ১১ হাজার ৬৪৭। সোমবারের থেকে প্রায় ১৫ শতাংশ কমেছে দৈনিক সংক্রমণ। যা আশা জাগাচ্ছে বিশেষজ্ঞদের।
সংক্রমণের হারও তুলনামূলক ভাবে নিম্নমুখী। ২৩ শতাংশ থেকে কমে সেটা দাঁড়িয়েছে ১৮ শতাংশে। ৫৯ হাজার ২৪২ জনের কোভিড টেস্টে ১৩ হাজার ৬৪৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত সংক্রমণ হার কমে যাওয়ার কারণে কিছুটা আশার আলো দেখতে পেয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউয়ের প্রভাব ধীরে ধীরে কমছে মুম্বইয়ে।
এদিকে, মঙ্গলবার কোভিড টেস্ট বৃদ্ধি পেলেও অনেকটাই কমেছে পজিটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে বেড কভারেজ ২১ শতাংশ থেকে কমে ১৯.৯ শতাংশ হয়েছে। গত চার দিন ধরে ২০ হাজারের থেকে দৈনিক সংক্রমণ নেমে এসেছে ১১ হাজারের ঘরে।
আরও পড়ুন টানা ৪ দিন নিম্নমুখী মুম্বইয়ের করোনা গ্রাফ! কমতির দিকে পজিটিভিটি রেটও
বৃহন্মুম্বই পুরনিগমের দাবি অনুযায়ী, সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছিল ২১ ডিসেম্বর গত বছর। গত ২২ দিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে কোভিডে। রাজ্যের কোভিড টাস্ক ফোর্সের সদস্য ডা, শশাঙ্ক জোশী দাবি করেছেন, তৃতীয় ঢেউ কমতির দিকে মুম্বইয়ে।