Advertisment

কোভিড কেয়ার সেন্টারের বাথরুমে মোবাইল রেখে ধৃত সিপিএমের যুবনেতা

বাথরুমে স্নানের দৃশ্য ভিডিও করার জন্যই এই কাজ করেছিল ওই ডিওয়াইএফআই নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যত কাণ্ড কেরালায়! কোভিড কেয়ার সেন্টারের বাথরুমে মোবাইল ফোন রেখেছিলেন সিপিএমের যুবনেতা। বাথরুমে স্নানের দৃশ্য ভিডিও করার জন্যই এই কাজ করেছিল ওই ডিওয়াইএফআই নেতা। কিন্তু ধরা পড়ে গেল তার কীর্তি। লজ্জাজনক এই ঘটনাটি তিরুবনন্তপুরমের মুল্লুভিলার।

Advertisment

জানা গিয়েছে, কোভিডে কেয়ার সেন্টারে এক মহিলা স্নান করার সময় মোবাইল ফোনটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বিষয়টি জানান। এরপর কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় থানার পুলিশকে জানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চেঙ্গালের ডিওয়াইএফআই নেতা শালু এই ফোনটি রেখেছিল বাথরুমে।

আরও পড়ুন নারী নির্যাতনকারীদের নাম ও ছবি সাঁটানো হবে রাজ্যজুড়ে, জানিয়ে দিলেন যোগী

পুলিশ জানিয়েছে, শালু নিজেও কোভিড পজিটিভ হয়ে এই সেন্টারে ভর্তি হয়েছিল। তারপর সুস্থ হয়ে ওঠার পর গত বৃহস্পতিবার সে ছাড়া পায় সেন্টার থেকে। জেরায় নিজের অপরাধ স্বীকার করে নেয় শালু। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। তার ফোনে বেশ কিছু আপত্তিকর ভিডিও পেয়েছে পুলিশ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

DYFI
Advertisment