/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/tremor-pak-759.jpg)
পাকিস্তানে বড়সড় ভূমিকম্প। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
Earthquake In India Updates: বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। সোমবার বিকেলে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু হয়েছে ১ জনের, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল পাকিস্তানের নিউ মীরপুর। পাকিস্তানের পাশাপাশি এদিন বিকেলে দিল্লি-এনসিআর, জম্মু-কাশ্মীরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। এদিন বিকেল ৪টে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।
Prelim M5.8 Earthquake Pakistan Sep-24 11:01 UTC, updates https://t.co/5FYdI5qsrQ
— USGS Big Quakes (@USGSBigQuakes) September 24, 2019
আরও পড়ুন: “সম্পূর্ণ ভিত্তিহীন”, বালাকোট প্রসঙ্গে ভারতীয় সেনা প্রধানের মন্তব্য ওড়াল পাকিস্তান
src="https://www.youtube.com/embed/SU0Jl9mqj58" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
জানা যাচ্ছে, ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিণ্ডি, লাহোর-সহ পাকিস্তানের বিভিন্ন এলাকাতে এদিন শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ৮-১০ সেকেন্ড মতো স্থায়ী ছিল কম্পন।
Read the full story in English