/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/ec-759.jpg)
নির্বাচন কমিশনার অশোক লাভাসার স্ত্রীকে তলব
নির্বাচন কমিশনার অশোক লাভাসার স্ত্রী তথা প্রাক্তন ব্যাঙ্ককর্মী এন এস লাভাসার বিরুদ্ধে নোটিস পাঠাল আয়কর দফতর। তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রায় এক মাস আগে এস এন লাভাসার কাছে আয়করের চিঠি আসে। উল্লেখ্য, অশোক লাভাসার স্ত্রী এন এস লাভাসা একজন প্রাক্তন ব্যাঙ্ককর্মী এবং তিনটি সংস্থার বোর্ড অফ ডিরেক্টরও ছিলেন।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় নির্বাচন বিধি লঙ্ঘন করা অভিযোগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে নির্বাচন কমিশনের ক্লিন চিট দেওয়ার বিরোধিতা করেছিলেন অন্যতম নির্বাচন কমিশনার অশোক লাভাসা।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ
এদিকে আয়করের বিষয়টি নিয়ে সোমবার এন এস লাভাসার পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "আমি আমার সমস্ত কর প্রদান করেছি। এমনকী পেনশন থেকে আমার যে আয় এবং অন্যান্য সমস্ত আয়ের উৎসও আয়কর আইন অনুসারে পেশ করেছি। ২৮ বছর ধরে স্টেট ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে ব্যাঙ্কিং ক্ষেত্রের উন্নয়নে কাজ করার অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আমি এখনও কয়েকটি সংস্থায় স্বাধীন ডিরেক্টর হিসেবেও কাজ করছি। ৫ আগস্ট আয়কর দফতরের থেকে নোটিস পাওয়ার পরই তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি এবং ভবিষ্যতে সমস্ত রকম সাহায্য করার কথাও জানিয়েছি।"
উল্লেখ্য, 'টফলার' নামক একটি অনলাইন কর্পোরেট তথ্যপ্রদানকারী সংস্থার মতে, এন এস লাভাসা ওয়েলসপান সোলার পাঞ্জাব, ওমেক্স অটো, পাওয়ার লিঙ্কস ট্রান্সমিশনের মতো সংস্থাগুলির বোর্ড অফ ডিরেক্টর পদে বহুদিন আসীন ছিলেন। তবে আয়কর দফতর সূত্রে এখনই এই বিষয়ে বিশদে কিছু জানানো হয়নি।
Read the full story in English