আরও বিপাকে পড়লেন হীরে ব্যবসায়ী নীরব মোদি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩, ৫০০ কোটি টাকার প্রতারণার মামলায় অভিযুক্ত নীরব মোদির আরও ১১টি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নীরবের দুবাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে আরও জানানো হয়েছে, মোদি ও তাঁর গ্রুপ কোম্পানি এম/এস ফায়ারস্টার ডায়মন্ড এওফজেডই-র নামে ওই সম্পত্তি ছিল। যে সম্পত্তির বাজার মূল্য ৭.৭০ মিলিয়ন মার্কিন ডলার, এদেশে যার অঙ্ক ৫৬.৮ কোটি টাকা।
গতমাসেও নীরব মোদি ও তাঁর পরিবারের ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। যে সম্পত্তির মধ্যে ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে দু'টি অ্যাপার্টমেন্ট। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, শীঘ্রই লেটারস রোগেটরি হাতে পেতে চলেছে ইডি। লেটারস রোগেটরি জারি করেছিল মুম্বইয়ের আদালত। লেটারস রোগেটরি ইস্যু করা হলেই বাজেয়াপ্ত সম্পত্তি সীল করার প্রক্রিয়া শুরু করা হবে।
আরও পড়ুন: এবার নীরব মোদির ৬৩৭ কোটির টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত
এ বছরের শুরুর দিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রতারণার ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই দেশ ছেড়ে পালিয়েছেন হীরে ব্যবসায়ী নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসি। নীরব ও তাঁর মামা মেহুলকে হাতে পেতে প্রথম থেকেই মরিয়া এ দেশের গোয়েন্দা সংস্থা। যদিও এখনও মামা-ভাগ্নেকে হাতের নাগালে পাননি ভারতীয় তদন্তকারীরা। সম্প্রতি, নীরব মোদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোল।
বর্তমানে নীরব মোদি লন্ডনে রয়েছেন বলে খবর। গত জুন মাসেই সেখানে আশ্রয়ের জন্য আবেদন জানিয়েছিলেন নীরব মোদি। অন্যদিকে, নীরবের মামা মেহুল চোকসি অ্যান্টিগুয়া ও বার্বুডার নাগরিকত্ব পেয়েছেন। সেখানেই মেহুল চোকসি রয়েছেন বলে খবর।
Read the full story in English