Advertisment

এলগার পরিষদ: গৌতম নওলাখার গ্রেফতারিতে সুরক্ষাকবচের মেয়াদ ফের বাড়ল

মহারাষ্ট্র সরকারের কৌঁশুলি নওলাখার গ্রেফতারিতে সুরক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করলে বেঞ্চ তাঁকে প্রশ্ন করে এক বছরের বেশি সময়ের মধ্যে নওলাখাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Gautam Navlaka, Elgaar Parishad

ফাইল ছবি

ভীমা কোরেগাঁও হিংসা মামলায় মানবাধিকার কর্মী গৌতম নওলাখাকে আরও চার সপ্তাহ গ্রেফতার করা যাবে না। সুপ্রিম কোর্ট মঙ্গলবার তাঁর গ্রেফতারির সুরক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। শীর্ষ আদালত এবার গৌতম নওলাখাকে এই মামলায় গ্রেফতার পূর্ববর্তী জামিনের জন্য যথাযথ আদালতের শরণাপন্ন হতে বলেছে।

Advertisment

মহারাষ্ট্র সরকারের কৌঁশুলি নওলাখার গ্রেফতারিতে সুরক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করলে বেঞ্চ তাঁকে প্রশ্ন করে এক বছরের বেশি সময়ের মধ্যে নওলাখাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন।

আরও পড়ুন, এলগার পরিষদ কাণ্ডে তিন সমাজকর্মীর জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্ট

২০১৭ সালের ৩১ ডিসেম্বর এলগার পরিষদ কনক্লেভে ভাষণ দেবার পর বেশ কয়েকজন সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মাওবাদীদের মদতপুষ্ট এই সমাজকর্মীরা ২০১৮ সালের ১ জানুয়ারি পুনের ভীমা কোরেগাঁওয়ের কাছে হিংসা ছড়ানোয় সাহায্য করেছিলেন।

শীর্ষ আদালত এর আগেও নওলাখার গ্রেফতারিতে অন্তর্বর্তী সুরক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিল। গত ৪ অক্টোবর, আদালত মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেয় নওলাখার বিরুদ্ধে সংগৃহীত প্রমাণাদি আদালতে হাজির করতে।

বিচারপতি অরুণ মিশ্র এবং দীপক গপ্তের বেঞ্চ বলে এ বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। ১৫ অক্টোবর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়। বলা হয় বম্বে হাইকোর্ট যে সুরক্ষাকবচ দিয়েছে তা লাগু থাকবে। তলে মহারাষ্ট্র সরকারের তরফে আইনজীবী এর বিরোধিতা করেন।

নওলাখার আবেদন প্রথমে গিয়েছিল দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে, গত ৩০ সেপ্টেম্বর। কোনও কারণ না দেখিয়ে সে মামলা থেকে নিজেকে অব্যাহতি দেন গগৈ। পরের দিন বিচারপতি এনভি রামান, আর সুভাষ রেড্ডি এবং বি আর গভাইয়ের বেঞ্চে সে মামলা ধার্য হয়। তিনজম বিচারপতিই নিজেদের অব্যাহতি দেন। এর পর ৩ অক্টোবর এ মামলা বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে তালিকাভুক্ত হয়।

Elgaar Parishad
Advertisment