/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/Jharkhand-CM-Hemant-Soren.jpg)
হেমন্ত সোরেন
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (ইডি)। অবৈধ খনন সংক্রান্ত পিএমএলএর মামলায় এই সমন পাঠানো হয়েছে। হেমন্ত সোরেনকে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
এই মামলায় ইতিমধ্যেই সোরেনের সহযোগী পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী সংস্থা গত জুলাইয়ে ঝাড়খণ্ডের ১৮ টি স্থানেও অভিযান চালায়। প্রতিক্ষেত্রেই সোরেনের সহযোগী পঙ্কজ মিশ্র সহ ব্যবসায়িক সহযোগীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেই ইডি সূত্রে দাবি করা হয়েছে।
সাহেবগঞ্জে অভিযানের সময় পঙ্কজ মিশ্রের বাড়ি থেকে একটি খাম উদ্ধার করে ইডি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই খামে মুখ্যমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একটি চেকবুক ছিল এবং একই সঙ্গে উদ্ধার করা হয় দুটি সাক্ষরিত চেক।
মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তার জন্য মোতায়েন জওয়ানদের বরাদ্দ করা দুটি AK-47 এবং ৬০টি বুলেটও ইডি বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রে খবর সংস্থার হাতে এমন কিছু প্রমাণ রয়েছে যাতে যে পঙ্কজ মিশ্র এবং তার সহযোগীদের বিরুদ্ধে বেআইনি খনির মামলায় মুখ্যমন্ত্রীর নামে জেলা আধিকারিকদের ভয় দেখানোর স্পষ্ট প্রমাণ মিলেছে।
আরও পড়ুন: < ফ্রি’র দিন শেষ! টুইটার ব্যবহারে খসাতে হবে গাঁটের কড়ি, বড় ঘোষণা মাস্কের >
ইডি চলতি বছরের মার্চ মাসে পঙ্কজ মিশ্র এবং সহযোগীদের বিরুদ্ধে একটি পিএমএলএ অভিযোগ দায়ের করে। তাতে দাবি করা হয়, যে তারা "অবৈধভাবে তাদের পক্ষে বিপুল পরিমাণে সম্পদ অর্জন করেছে।"
এর পরেই, ইডি অভিযান চালায় পঙ্কজ মিশ্রের বাড়িতে এবং ৩৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা প্রায় ১২ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। ইডির দাবি এই বিপুল পরিমাণ টাকা ঝাড়খণ্ডে অবৈধ খনি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এর আগে, তদন্তকারী সংস্থা ইডি ১৯শে জুলাই, পঙ্কজ মিশ্র, ৪ঠা আগস্ট বাচ্চু যাদব এবং 25 আগস্ট প্রেম প্রকাশকে গ্রেফতার করে ।