Advertisment

'ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়', কাশ্মীর ঘুরে বললেন ইইউ প্রতিনিধিরা

কাশ্মীর ঘুরে এসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা যা বললেন, তাতে স্বস্তিতে মোদী সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি ফুিরলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল।

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক মঞ্চে বারে বারেই এই দাবি করেছে কেন্দ্র। কিন্তু, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে কাশ্মীরে প্রবেশের অনুমতি দিয়ে সেই দাবি ভাঙা হয়েছে। জানিয়েছিল ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু, কাশ্মীর ঘুরে এসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা যা বললেন, তাতে স্বস্তিতে মোদী সরকার। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের তরফে জানানো হয়েছে, ৩৭০ ধারা বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তারা ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। তবে, কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

Advertisment

কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই শ্রীনগরে গিয়েছিলেন ২৩ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের বেসরকারি প্রতিনিধিদল। সেখানে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তাঁরা। ভূস্বর্গে কেন ৩৭০ ধারা বিলোপ করা হল? সরকারের তরফে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে তা বোঝানো হয়। সেখানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব ও ডিজি।

আরও পড়ুন: কাশ্মীর সংক্রান্ত আবেদনে শ্লথ সুপ্রিম কোর্ট: রাষ্ট্রসংঘ

কাশ্মীরে উন্নয়নের প্রভূত সম্ভাবনা রয়েছে। তবে তা যেন আফগানিস্থান হয়ে না যায়। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের বেসরকারি প্রতিনিধিদলের সদস্যরা। ব্রিটেনের নিউটন দান বলেন, 'গ্রাউন্ড জিরোয় গিয়ে আমাদের চোখ খুলে গিয়েছে। আমরা বুঝতে পেরেছি কেন ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূল হলেই কাশ্মীর শান্তিপ্রিয় রাজ্য হয়ে যাবে। সন্দ্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়ন পাশে থাকবে।'

আরও পড়ুন: সাত বছর আগে সীমান্ত পেরিয়ে চলে আসা বাংলাদেশের যুবতীকে ফিরিয়ে দিল প্রশাসন

কাশ্মীর ইস্যুতে নয়া দিল্লির পদক্ষেপকে আন্তর্জাতিক বহু সংবাদ মাধ্যমেই সমালোচনা করেছে। পোল্যান্ত থেকে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের এক সদস্যের কথায়, 'এখানে এসে লক্ষ্য করলাম সংবাদ মাধ্যম পক্ষপাতমূলক খবর করেছে। পুরো বিষয়টি গিয়ে আমি দেশে তুলে ধরবো। ৩৭০ ধারা বিলোপের ফলে কাশ্মীরে আগামীদিনে উন্নয়নের সুযোগ রয়েছে।'

ফ্রন্সের সাংসদ হেনরি মালোসে স্পষ্ট করে বলেন, '৩৭০ ধারা রদের বিষয় আমরা কোনও কথা বলবো না। কারণ এটা ভারতে অভ্যন্তরীণ বিষয়। আমাদের উদ্বেগ কাশ্মীর যেন আফগানিস্তান বা সিরিয়া না হয়ে যায়। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে আমরা ভারতের সঙ্গে রয়েছি। মঙ্গবার যে শ্রমিক মৃত্যর ঘটনা ঘটেছে তা খুবই ঘৃণ্য। এইসব হামলা আটকাতেই হবে।'

Read  the full story in English

Advertisment