বন্দুক হাতে নিয়ে এক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির পরের দিনই দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে আত্মসমর্পণ করলেন সেই আশিস পাণ্ডে। যিনি প্রাক্তন বিএসপি সাংসদ রাকেশ পাণ্ডের ছেলে। আশিসের চার দিনের হেফাজতে চেয়েছিল দিল্লি পুলিশ। যদিও আদালত আশিসকে এক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। দিল্লির এক পাঁচতারা হোটেলের সামনে বন্দুক হাতে নিয়ে এক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আশিসের বিরুদ্ধে। যে ভিডিও ভাইরাল হয়ে যায় সোশাল দুনিয়ায়।
এদিকে, সেদিন কোন পরিস্থিতিতে তিনি অমন কাণ্ড করেছিলেন, সে ব্যাপারেও মুখ খুলেছেন আশিস। তিনি বলেছেন যে, সিসিটিভি ফুটেজ যদি দেখা যায়, তবে বোঝা যাবে যে সে রাতে কে মহিলাদের শৌচাগারের দিকে গিয়েছিলেন আর কে কাকে হুমকি দিয়েছিলেন। তিনি যে বন্দুক হাতে নিয়ে হুমকি দেখাননি, তাও স্পষ্ট করেছেন আশিস। তিনি বলেছেন, "আমি বন্দুক দেখিয়ে হুমকি দিইনি। বন্দুকটা সবসময় আমার সঙ্গেই থাকে। বলা হয়েছে যে, আমি একজন মহিলাকে হুমকি দিয়েছি। আমি ওই মহিলার সঙ্গে কথাই বলিনি। উনি বরং আমায় ধাক্কা মেরেছেন ও হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে। সে কারণেই আত্মসমর্পণ করেছি।''
আরও পড়ুন: নয়াদিল্লির পাঁচতারা হোটেলের বাইরে বন্দুকধারী!
অন্যদিকে, বন্দুক হাতে তাঁর হুমকি দেওয়ার ভিডিও সামনে আসার পরই একটি হোয়াটসঅ্যাপ মেসেজে বন্ধু ও পরিজনদের আশিস জানান যে, ওই ভিডিওটি যেন ভাইরাল না হয়। তিনি ওই মেসেজে এও লেখেন যে, তিনি ভুল করেছেন এবং ক্ষমাপ্রার্থী। এমনকি, এ সময় তাঁর পাশে থাকারও আর্জি জানান আশিস। তবে আশিসের এই আর্জির আগেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
গত সপ্তাহে রাজধানীর এক পাঁচতারা হোটেলের সামনে বন্দুক হাতে নিয়ে এক ব্যক্তিকে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে আরেক ব্যক্তিকে হুমকি দিচ্ছেন। কথা কাটাকাটি হচ্ছে। তা দেখে হোটেলের নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন। তখনই বন্দুকধারী ওই ব্যক্তি নিজের গাড়িতে ফিরে যান। এ ঘটনার পর থেকেই অভিযুক্তকে চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করে পুলিশ। পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রাক্তন সাংসদের ছেলে। এরপর গত বুধবার তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
Read the full story here in English