Advertisment

ইসলামিক মৌলবাদীদের হুমকি, আতঙ্কে বিজেপি নেতা নবীন জিন্দলের পরিবার

জিন্দল টুইট করেছেন, 'এই মাত্র আমি ফের খুনের হুমকি পেলাম। আমার সঙ্গে আমার বাড়ির লোকজনকেও খুনের হুমকি দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ জানিয়েছি।'

author-image
IE Bangla Web Desk
New Update
naveen_jindal

হজরত মহম্মদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টি তাঁকে বহিষ্কার করেছে। এবার বিজেপির দিল্লি ইউনিটের প্রাক্তন মিডিয়া প্রধান নবীনকুমার জিন্দলের অভিযোগ, তাঁর পরিবার চরম সংকটে দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দিয়েছে মুসলিম মৌলবাদীরা।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য শেয়ার না-করার অনুরোধ করে জিন্দাল শনিবার টুইট করেন, 'আমার অনুরোধ সত্ত্বেও, অনেকেই সোশ্যাল মিডিয়ায় আমার বাড়ির ঠিকানা পোস্ট করছেন। আমি এরকম না-করার জন্য ফের অনুরোধ করব। কারণ, আমার বাড়ির লোকজন মুসলিম মৌলবাদীদের থেকে প্রতিনিয়ত হুমকি পাচ্ছে।'

দিল্লি পুলিশকে ট্যাগ করে, প্রাক্তন বিজেপি নেতা একটি ফোন নম্বরের স্ক্রিনশটও শেয়ার করেছেন। সেখান থেকে তিনি খুনের হুমকি পেয়েছেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে জিন্দল টুইট করেছেন, 'এই মাত্র আমি ফের খুনের হুমকি পেলাম। আমার সঙ্গে আমার বাড়ির লোকজনকেও খুনের হুমকি দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ জানিয়েছি।'

গত সপ্তাহে, জিন্দল ও দলের প্রাক্তন জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে হজরত মহম্মদ ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। তাঁদের মন্তব্য দেশব্যাপী বিক্ষোভের জন্ম দিয়েছে। বিভিন্ন রাজ্য থেকে বিক্ষোভকারীরা নুপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। শুক্রবার, পুনে সিটি পুলিশ আপত্তিকর মন্তব্যের জন্য জিন্দলের বিরুদ্ধে মামলা করেছে। কোন্ধওয়া থানায় দিল্লি বিজেপির প্রাক্তন মিডিয়া মুখপত্রের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর মামলাটি করেছে পুনে সিটি পুলিশ।

আরও পড়ুন- উপত্যকায় ফের বড়সড় সাফল্য, রাতভর গুলির লড়াইয়ে নিকেশ তিন লস্কর জঙ্গি

বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীরা ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলেও অভিযোগ। যার জেরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সেই উত্তেজনা এখনও কমেনি। দেশের বিভিন্ন প্রান্তে এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। শুধু তাই নয়, চাপ এসেছে বিদেশ থেকেও। ইসলামিক দেশগুলোর সংগঠন মিলিতভাবে নুপুর শর্মার বিরুদ্ধে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। কোনও কোনও দেশ আবার ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে।

Read full story in in English

Nupur Sharma agitation bjp
Advertisment