Advertisment

উত্তরপ্রদেশে স্কুলশিক্ষককে খুনের চেষ্টা বহিষ্কৃত ছাত্রের

স্কুলের প্রধান শিক্ষককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক করল প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের বিজনোরের সেওহারা এলাকায় ঘটনাটি ঘটে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্কুলের প্রধান শিক্ষককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক করল প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের বিজনোরের সেওহারা এলাকায় ঘটনাটি ঘটে। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী হিংসাত্মক আচরণের জন্য স্কুল থেকে বহিষ্কৃত করা হয় ওই ছাত্রকে। তার জেরেই শিক্ষককে গুলি করে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্র। প্রধান শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisment

আরও পড়ুন: ফের গণপিটুনিতে মৃত্যু, উত্তরপ্রদেশে মোষ চোর সন্দেহে হত যুবক

এদিকে ছাত্রের ছোড়া গুলি শিক্ষকের গায়ে না লেগে কাঁধের পাশ দিয়েই বেরিয়ে যাওয়ায় বেঁচে যান তিনি। প্রধান শিক্ষক জানান, ''হিংসাত্মক আচরণের জন্য ওই ছাত্রকে আমরা বিদ্যালয় থেকে বহিষ্কার করেছিলাম। সকালে সে তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসে অনুরোধ জানালেও তাকে ফের ভর্তি করা হয়নি।''  তিনি আরও জানান, এর কিছুক্ষণ পরে ছাত্রটি ফিরে আসে, আমি ভেবেছিলাম সে ট্রান্সফার সার্টিফিকেট নিতে এসেছে। কিন্তু হঠাৎই আমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সে, আমি সরে যাওয়ায় প্রাণে বেঁচে গেছি।'' ওই ছাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

৪ অগাস্ট বারগাঁও শহরে ছাত্রের রোষের মুখে পড়েন আরও এক শিক্ষক। ৪০ বছরের পুরনো প্যারামাউন্ট পাবলিক স্কুলের শিক্ষককে অপহরণ করে খুন করা হয়। পুলিশ জানায়, স্কুল থেকে ফিরে ওদিন বালু মাজরা গ্রামে যাচ্ছিলেন তিনি। অনেকক্ষণ ওই শিক্ষকের কোনও খবর না পেয়ে বাড়গাঁও থানায় একটি মিসিং ডায়েরি করেন তাঁর পরিবার। এরপর মুক্তিপণ চেয়ে একটি ফোন যায় ওই পরিবারের কাছে। পর দিন সকালে বালু মাজরা থেকে ২৫ কিমি দূরে মোরা গ্রামের কাছে শিক্ষকের গুলিবিদ্ধ একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

Violence
Advertisment