Bomb explosion: প্রাক্তন বিধায়কের আইইডি হামলা। গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে বিধায়কের স্ত্রী, চারুবালা হাওকিপের। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রবিবার সকালে পুলিশ জানিয়েছে, সাইকুলের প্রাক্তন বিধায়ক ইয়ামথং হাওকিপের স্ত্রী চারুবালা হাওকিপ মণিপুরের কাংপোকপি জেলায় নিজের বাড়িতে বোমা বিস্ফোরণের জেরে নিহত হয়েছেন।
চারুবালা হাওকিপ মেইতেই সম্প্রদায়ের এবং কুকি-জোমি-অধ্যুষিত কাংপোকপি জেলায় বসবাস করতেন। ইয়ামথং হাওকিপ, ২ বার সাইকুল আসন থেকে জিতেছিলেন। ২০১২ এবং ২০১৭ সালে কংগ্রেসের টিকিটে তিনি ওই আসন থেকে জয়ী হন। পরে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেন।
কাংপোকপি জেলার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে ঘটনাটি শুক্রবার বিকেল ৩টে নাগাদ ঘটে। বাড়িতে বর্জ্য পদার্থের মধ্যে স্থানীয়ভাবে তৈরি আইইডি রাখা হয়েছিল। বর্জ্য পদার্থ পোড়ালে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মৃত্যু হয় তার। রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের সন্দেহ পারিবারিক বিরোধের জেরেই এ হামলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
প্রশ্নের মুখে সেবি চেয়ারপার্সন- < SEBI Chairperson Madhabi Puri Buch: মাধবী-আদানি যোগ! তোলপাড় ফেলা দাবি হিন্ডেনবার্গের, ভিত্তিহীন বলে উল্লেখ সেবি চেয়ারপার্সনের >
এবিষয়ে জেলার এক পুলিশ কর্তা জানিয়েছেন, প্রাক্তন বিধায়ক তার আত্মীয়ের কাছে কিছু জমি কিনেছিলেন তা নিয়ে নিজেদের মধ্যে কিছু বিরোধ হয়। এই ঘটনার সঙ্গে তার কোন যোগসূত্র রয়েছে কিনা তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।