Advertisment

Delhi Blast: রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ-দমকল, চরম আতঙ্ক এলাকায়

Delhi Prashant Vihar Blast: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের টিম। পুলিশ এলাকায় গিয়ে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা জানার চেষ্টা করছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Delhi Blast: রাজধানী দিল্লিতে বিস্ফোরণ, আতঙ্কে সিঁটিয়ে এলাকাবাসী

Delhi Blast: রাজধানী দিল্লিতে বিস্ফোরণ, আতঙ্কে সিঁটিয়ে এলাকাবাসী

Delhi Blast News:রাজধানী দিল্লিতে বিস্ফোরণ! দিল্লির প্রশান্ত বিহার এলাকায় পিভিআরের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের টিম। পুলিশ এলাকায় গিয়ে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা জানার চেষ্টা করছে। দিল্লির দমকল বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১.৪৮ মিনিট নাগাদ প্রশান্ত বিহার এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। পুলিশ স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্তি বজায় রাখার আবেদন করেছে। কোনওরকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে।

Advertisment

আরও পড়ুন 'অভ্যন্তরীণ বিষয়', চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশের অবস্থানে তোলপাড়!

বৃহস্পতিবার প্রশান্ত বিহার এলাকায় একটি পিভিআর-এর কাছে বোমা বিস্ফোরণের খবর সংক্রান্ত দিল্লি পুলিশ একটি পিসিআর (পুলিশ কন্ট্রোল রুম) একটি কল পেয়েছে। একটি পার্কের একজন ব্যক্তি পুলিশকে ফোন করে জানিয়েছিলেন যে, একটি সাদা পাউডারের মতো পদার্থ বিস্ফোরিত হয়েছে, অন্য একজন আহত হয়েছে। একটি পিসিআর ভ্যান আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ এবং ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছেছে।

দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, “আমরা সকাল ১১:৪৮ মিনিটে প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণের বিষয়ে একটি কল পেয়েছি এবং অবিলম্বে চারটি দমকল ইঞ্জিন ওই এলাকায় পাঠিয়েছি। আমাদের টিম বর্তমানে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।” অতিরিক্ত তথ্যের অপেক্ষায় টিম সক্রিয়ভাবে সাইটে কাজ করছে।

delhi Delhi Police Delhi Crime Delhi government Delhi Blast Fire Brigade
Advertisment