Advertisment

Chinmay Krishna Das: 'অভ্যন্তরীণ বিষয়', চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশের অবস্থানে তোলপাড়!

Chinmay Krishna Das: বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ভিএইচপি এই পদক্ষেপকে "কাপুরুষোচিত এবং অগণতান্ত্রিক" বলে বর্ণনা করেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাংসদ সুকান্ত মজুমদারও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের নিন্দা করেছেন এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
'অভ্যন্তরীণ বিষয়', চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশের অবস্থানে তোলপাড়!

'অভ্যন্তরীণ বিষয়', চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশের অবস্থানে তোলপাড়!

Chinmay Krishna Das: বাংলাদেশে ইসকনের মুখপাত্র তথা হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে বিদেশমন্ত্রকের তরফে প্রকাশির বিবৃতিতে ফুটে উঠেছে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং তাঁর জামিন মঞ্জুর না হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। 

Advertisment

উল্লেখ্য চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র। চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় প্রভু নামেও পরিচিত, বাংলাদেশের হিন্দুদের অধিকারের পক্ষে লড়াই আন্দোলনের এক অন্যতম মুখ। তিনি বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্রও। ২৫ নভেম্বর চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইউনূস সরকার। এরপরই বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত।

বাংলাদেশে গ্রেফতার ইসকনের চিন্ময়কৃষ্ণ দাস, প্রতিবাদে বাংলার সীমান্তে অবরোধের হুঁশিয়ারি শুভেন্দুর

পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও দোকানে আগুন লাগানো, লুটপাট, মূর্তি ও মন্দির ভাংচুরের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রক গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে, ঘটনার আসল অপরাধীরা এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে শান্তিপূর্ণভাবে সংখ্যালঘুদের হয়ে যারা আন্দোলন করছেন সেই সকল ধর্মীয় নেতাদের অভিযুক্ত করা হচ্ছে। বাংলাদেশ সরকারকে হিন্দু ও সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত। 

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ঢাকা ও চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি জানান। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় একাধিক সংগঠনও প্রতিক্রিয়া জানিয়েছে। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ভিএইচপি এই পদক্ষেপকে "কাপুরুষোচিত এবং অগণতান্ত্রিক" বলে বর্ণনা করেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাংসদ সুকান্ত মজুমদারও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের নিন্দা করেছেন এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা কিছু মহল ভুলভাবে তুলে ধরছে বলে জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। সেদেশের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে ভারতের এমন ভিত্তিহীন বিবৃতি দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। পাশাপাশি গোটা ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক বলেছে, ‘ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। আমরা জানাতে চাই, বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। আর চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি বর্তমানে বিচারাধীন।’ 

Bangladesh
Advertisment