Blast in Amritsar Howrah Mail: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন! কামরায় হুলস্থূল! প্রাণ বাঁচাতে ঝাঁপ যাত্রীদের, ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন চার যাত্রী। তাদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার গভীর রাতে অমৃতসর থেকে হাওড়াগামী ১৩০০৬ ডাউন অমৃতসর মেলের জেনারেল কোচে বিস্ফোরণের ঘটনা ঘটে। রেল পুলিশ সূত্রে খবর ট্রেনটি ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ রেলওয়ে স্টেশনে পৌঁছাতেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে ট্রেনের একটি বগি।
পুলিশ ও রেল প্রশাসনের আধিকারিদের প্রাথমিক ধারণা ট্রেনের বগিতে রাখা আতশবাজি থেকেই বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। এদিকে কোচের মধ্যে প্রবল বিস্ফোরণের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ছুটে আসেন রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রায় আধা ঘণ্টা ট্রেনচলাচল সম্পুর্ণ বন্ধ ছিল। দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।
কোটি কোটি বকেয়া, বিদ্যুৎ বন্ধ করে বাংলাদেশকে 'চিমটি' আদানির, অন্ধকারে হাতড়াচ্ছে পড়শি দেশ
আহতদের ফতেহগড় সাহেব সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে হাওড়া-অমৃতসর মেইলের জেনারেল বগিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বগি। এরপরই গোটা কোচটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী রেল লাইনে ঝাঁপও দেন। ট্রেনের গতি কম থাকায় আরও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
ঘটনার খবর পেয়ে জিআরপি ডিএসপি জগমোহন সিং ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্থ কামরা পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ট্রেনের জেনারেল কামরায় কিছু আতশবাজি রাখা একটি প্লাস্টিকের বালতিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে রেল।