Advertisment

Premium: বারবার শিউড়ে উঠেছেন! গত একবছরে যে ভয়াবহ দুর্ঘটনাগুলো কাঁপুনি ধরিয়ে দিয়েছে ট্রেনযাত্রীদের

Kanchanjunga Express Accident: গত একবছরে এই নিয়ে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল দেশ। যা ট্রেনযাত্রার নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Accident, Express train, দুর্ঘটনা, এক্সপ্রেস ট্রেন,

Accident-Express train: বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। (ছবি- এক্সপ্রেস)

Kanchanjunga Express Accident: এনজেপি ছাড়তেই রাঙাপানির কাছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মেরেছে মালগাড়ি। তার জেরে সোমবার বিকেলের মধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী। কাঞ্চনজঙ্ঘার বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে ট্রেনযাত্রীদের। গত একবছরে এই নিয়ে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল দেশ। যা ট্রেনযাত্রার নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।

Advertisment

১) করমণ্ডল দুর্ঘটনা: গত বছরের ২ জুন ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন কমপক্ষে ১,২০০ যাত্রী। ওই ঘটনায় হাওড়া থেকে চেন্নাইগামী ১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে গিয়ে ধাক্কা মারে। এই সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কোচ লাইনচ্যুত হয়। তা উঠে যায় পাশের লাইনে। সেই কোচে এসে আবার ধাক্কা মারে উলটোদিক থেকে ছুটে আসা যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস। তার ফলেই মৃত এবং আহতর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পায়।

২) রায়গড়া প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনা: এই দুর্ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ২৯ অক্টোবর। অন্ধ্রপ্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছিল। যাতে, ১৪ জন যাত্রী মারা যান। ঘটনার সময় রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনটি অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার কান্তকাপলিলীতে হাওড়া-চেন্নাই লাইনে বিশাখাপত্তনম-পলাসা ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি যাত্রী আহত হন। ওই ঘটনায় দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো অভিযোগ করেছিলেন যে ট্রেনের চালক এবং সহকারি চালক ঘটনার সময় ফোনে ক্রিকেট দেখছিলেন।

৩) বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেসের দুর্ঘটনা: ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি, ঝাড়খণ্ডের জামতারা এবং বিদ্যাসাগর স্টেশনের মধ্যে বহু লোকের ওপর দিয়ে একটি ট্রেন চলে যায়। ঘটনার সময় বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে যাচ্ছিল। সেই সময় লাইনের পাশ দিয়ে ধুলো উড়তে দেখে চালকের সন্দেহ হয়, ট্রেনে আগুন লেগেছে। তিনি ট্রেন থামান। আতঙ্কে ট্রেন থেকে বহু যাত্রী নেমে পড়েন। আর, সেই সময়ই তাঁদের ওপর দিয়ে অন্যদিক থেকে ছুটে আসা ট্রেন চলে যায়। রেল মন্ত্রকের দাবি, মাত্র ১২ জন ট্রেনের ধাক্কা খেয়েছিলেন। কিন্তু, বেসরকারি মতে সংখ্যাটা অনেক বেশি।

আরও পড়ুন- কোথায় গেল ‘কবচ’ ব্যবস্থা, শুধুই প্রচার? কেন রোখা গেল না কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা!

৪) বক্সার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: বিহারে বক্সার জংশনের কাছে ২০২৩ সালের ১১ অক্টোবর, নয়াদিল্লি থেকে কামাখ্যাগামী বক্সার উত্তর এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। এই দুর্ঘটনায় ট্রেনটির ২৪টি বগি লাইনচ্যুত হয়। বেশ কয়েকজন যাত্রী মারা যান। আরও কয়েকজন আহত হন।

Express Train kanchanjunga express accident Train Accident coromandel express accident
Advertisment