আগামী মাসেই জাপান সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। আগামী ৬-৭ অক্টোবর টোকিওতে থাকবেন বিদেশমন্ত্রী। এই সফরে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে বৈঠক সারবেন জয়শংকর।
এ সফর প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত-জাপান দ্বিপাক্ষিক ইস্য়ু নিয়ে আলোচনা চালাবেন দু'দেশের মন্ত্রীরা। এ প্রসঙ্গে আরও বলা হয়েছে, ''এই সফরে আগামী ৬ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া-জাপান-মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন জয়শংকর। যে বৈঠকে ওই দেশগুলির বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন''।
আরও পড়ুন: পূর্ব লাদাখে যে কোনও উত্তেজনার জন্য তৈরি বায়ুসেনা, হুঙ্কার এয়ার চিফ মার্শালের
বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, করোনা অতিমারী পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আলোচ্য় সূচিতে থাকবে বিভিন্ন আঞ্চলিক ইস্য়ুও।
অন্য়দিকে, জাপানে এই সফরে অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও সারবেন জয়শংকর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন